নিজস্ব সংবাদদাতা: স্ত্রী জয়শ্রী রায়ের মৃত্যুর পর প্রথমবার ৪ আগস্ট দুঃখ ভুলে মেয়ে একতা ভট্টাচার্যের হাত ধরে নতুন শুরু প্রবাদ-প্রতিম পরিচালক প্রভাত রায়ের। মুক্তি পেল প্রভাত রায়ের আত্মজীবনী 'ক্ল্যাপস্টিক'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, রুদ্রনীল ঘোষ, আবির চট্টোপাধ্যায়ের পাশাপাশি এদিন সুদূর স্বপ্ননগরী থেকে হাজির হয়ে সকলকে চমকে দিলেন শচীন পিলগাওকার।
মুম্বাইতে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পৌঁছালেও নিজের অজান্তেই ক্ল্যাপস্টিক হাতে ধরে সহ পরিচালক থেকে একদিন সফল পরিচালক হয়ে যান প্রভাত রায়। এরপর তাঁর হাতে তৈরি একাধিক সুপারহিট ছবি। তাঁর ছবিতে প্রথম অভিনয় করেন এমন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা আজ সুপারস্টার। এ যেন সত্যিই এক স্বপ্নের মত। আর সেই স্বপ্নের কিছু মুহূর্ত পাঠকরা জানতে পারবেন 'ক্ল্যাপস্টিক'- এ। জয়শ্রী রায়ের মৃত্যুর পর নিজের জীবনকে আর গুরুত্ব দেননি প্রভাত রায়। তবে সেই সময়ই জীবনে নতুন আলোর হদিস দেন মেয়ে একতা ভট্টাচার্য। মা জয়শ্রী রায়ের শাড়ি পড়ে এদিন হাজির হলেন একতা ভট্টাচার্য। প্রভাত রায় জানালেন, হঠাৎ করে তাঁর মেয়ে জীবনে না আসলে হয়তো এই দিনটা কখনও আসতই না।
এই বইতে নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রবাদপ্রতিম পরিচালক। সঙ্গে এও মনে করিয়ে দিলেন,ইন্ডাস্ট্রিতে আসতে গেলে সকলকেই শিখে আসতে হবে, না হলে যাত্রা পথ কখনওই লম্বা হবে না। এদিন ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রভাত রায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্ যাপন করার পাশাপাশি কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, এটাই এই বছরের সেরা উপহার। শচীন পিলগাওকার তাঁদের অসম বয়সী বন্ধুত্বের কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রভাত রায়কে উপহার হিসেবে দিলেন একটি পেন। যাতে এই লেখা তিনি চালিয়ে যেতে পারেন বহু বছর।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জানান, তাঁদের এই সম্পর্ক আসলে প্রফেশনাল নয়। এই সম্পর্ক এখন আর তৈরি হয় না, এই ভালবাসা পাওয়া যায় না। বাংলা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে প্রভাত রায়ও ততদিন থাকবেন। শাশ্বত চট্টোপাধ্যায় জানালেন, শুটিং সেটে সকলের সঙ্গে কীভাবে আনন্দ করে নানা ধরনের খাবার খেতেন প্রভাত রায়। টোটা রায় চৌধুরীর কথায়, এই মানুষটার জন্যই তিনি আজ এই জায়গায় কিছুটা হলেও দাঁড়িয়ে আছেন, তাঁকে ছবির জন্য বেছে নিয়েছিলেন প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়। সুদীপ্তা চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় সহ একাধিক তারকার এদিন পুরনো দিনের কথা মনে করে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ঠিক যেন ফেলে আসা সময়টাই আবারও ফিরে যাওয়া।
মুম্বাইতে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে পৌঁছালেও নিজের অজান্তেই ক্ল্যাপস্টিক হাতে ধরে সহ পরিচালক থেকে একদিন সফল পরিচালক হয়ে যান প্রভাত রায়। এরপর তাঁর হাতে তৈরি একাধিক সুপারহিট ছবি। তাঁর ছবিতে প্রথম অভিনয় করেন এমন একাধিক অভিনেতা-অভিনেত্রীরা আজ সুপারস্টার। এ যেন সত্যিই এক স্বপ্নের মত। আর সেই স্বপ্নের কিছু মুহূর্ত পাঠকরা জানতে পারবেন 'ক্ল্যাপস্টিক'- এ। জয়শ্রী রায়ের মৃত্যুর পর নিজের জীবনকে আর গুরুত্ব দেননি প্রভাত রায়। তবে সেই সময়ই জীবনে নতুন আলোর হদিস দেন মেয়ে একতা ভট্টাচার্য। মা জয়শ্রী রায়ের শাড়ি পড়ে এদিন হাজির হলেন একতা ভট্টাচার্য। প্রভাত রায় জানালেন, হঠাৎ করে তাঁর মেয়ে জীবনে না আসলে হয়তো এই দিনটা কখনও আসতই না।
এই বইতে নিজের জীবনের নানান অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রবাদপ্রতিম পরিচালক। সঙ্গে এও মনে করিয়ে দিলেন,ইন্ডাস্ট্রিতে আসতে গেলে সকলকেই শিখে আসতে হবে, না হলে যাত্রা পথ কখনওই লম্বা হবে না। এদিন ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। প্রভাত রায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্ যাপন করার পাশাপাশি কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, এটাই এই বছরের সেরা উপহার। শচীন পিলগাওকার তাঁদের অসম বয়সী বন্ধুত্বের কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রভাত রায়কে উপহার হিসেবে দিলেন একটি পেন। যাতে এই লেখা তিনি চালিয়ে যেতে পারেন বহু বছর।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জানান, তাঁদের এই সম্পর্ক আসলে প্রফেশনাল নয়। এই সম্পর্ক এখন আর তৈরি হয় না, এই ভালবাসা পাওয়া যায় না। বাংলা ইন্ডাস্ট্রি যতদিন থাকবে প্রভাত রায়ও ততদিন থাকবেন। শাশ্বত চট্টোপাধ্যায় জানালেন, শুটিং সেটে সকলের সঙ্গে কীভাবে আনন্দ করে নানা ধরনের খাবার খেতেন প্রভাত রায়। টোটা রায় চৌধুরীর কথায়, এই মানুষটার জন্যই তিনি আজ এই জায়গায় কিছুটা হলেও দাঁড়িয়ে আছেন, তাঁকে ছবির জন্য বেছে নিয়েছিলেন প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়। সুদীপ্তা চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় সহ একাধিক তারকার এদিন পুরনো দিনের কথা মনে করে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ঠিক যেন ফেলে আসা সময়টাই আবারও ফিরে যাওয়া।
