তিনি এভারগ্রিন। তিনিই ‘ইন্ডাস্ট্রি’। আজ জন্মদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ৩০ সেপ্টেম্বর ৬২ বছরর জন্মদিন পালন করছেন 'বুম্বাদা'। আর এই বিশেষ দিনে, একটু অন্যরকম পোস্ট করলেন তিনি সমাজমাধ্যমে।
প্রয়াত জনপ্রিয় অভিনেতা-রাজনীতিবিদ তাপস পালের দারুণ সম্পর্ক ছিল প্রসেনজিতের। গতকাল অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ছিল তাপস পালের জন্মবার্ষিকী। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যেত, ২ জনের মধ্যে নাকি রেশারেশি রয়েছে। তবে খুব ঘনিষ্ঠদের সঙ্গে কথা বললে জানা যায়, সম্পর্কের সমীকরণ ছিল একেবারেই আলাদা। দুই নায়ক একে অপরকে ভীষণ স্নেহ করতেন। জন্মদিনে করা সেই পোস্টে যেন ফুটে উঠল সেই সম্পর্কের রসায়নের ঝলক। তাপস পাল নেই। আর তাঁর স্মৃতিতেই একটি পুরনো ছবি ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটা একটি সিনেমার দৃশ্য। তাপস পাল, দুই হাতে ধরে রয়েছেন প্রসেনজিতের মুখ। ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, 'এই মুহূর্তে আমরা দুজন অনেক বছর একসঙ্গে কেক কেটেছি ...তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন...খুব মনে পড়ছে আজ তোর কথা...খুব ভাল থাকিস রে'। ১২টা বাজার সামান্য আগেই এই পোস্টটি করেছেন তিনি। অর্থাৎ, কখনও একসঙ্গে সেটে কাজ করতে করতে এই দিনটা এলে, তাঁরা ২ জনে এক কেক কেটে উদযাপন করতেন জন্মদিন।

এই ৬১ বছরে এসেও কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে ভরে ভরে সিনেমা। বলা ভালো, এখনও অঘোষিতভাবে বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড তিনি।আপাতত দর্শক প্রসেনজিৎকে বড়পর্দায় 'দেবী চৌধুরাণী' ছবিতে ভবানী পাঠক হিসেবে গ্রহণ করেছে। কপালে রক্ততিলক, মাথায় লাল ফেট্টি, গলায় রুদ্রাক্ষের মালা, গাল ভর্তি চাপ দাড়ি-গোঁফ আর তীক্ষ্ম চাউনি, এভাবেই দেখা গিয়েছে তাঁকে। বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী 'দেবী চৌধুরাণী' হিসেবে হাজির হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়া হরবল্লভ রায় রূপে সব্যসাচী চক্রবর্তীকে, রঙ্গরাজ বেশে অর্জুন চক্রবর্তীকে, নিশি রূপে বিবৃতি চট্টোপাধ্যায়কে, সাগর বেশে দর্শনা বণিককে, ব্রজেশ্বর রায় রূপে কিঞ্জল নন্দ-ও রয়েছেন এই ছবিতে।
