আসছে অনুরাগ কাশ্যপের হাতে তৈরি 'মশলা বিস্ফোরণ' ! দ্বৈত চরিত্রে অভিনয় জাদু দেখাতে আসছেন ঐশ্বর্য ঠাকরে—‘নিশানচি’ ১৯ সেপ্টেম্বর মুক্তি রক্তে রোমাঞ্চ আর চোখে আগুন—অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘নিশানচি’ আনছে দমবন্ধ করা গল্প। দ্বৈত চরিত্রে বড়পর্দায় প্রথমবার পা রাখছেন ঐশ্বর্য ঠাকরে, সঙ্গে রয়েছেন মহম্মদ জিশান আয়ুব, কুমুদ মিশ্র সহ একঝাঁক শক্তিশালী অভিনেতা।

 

একদিকে কাশ্যপের মাটির গন্ধ লেগে থাকা অথচ কাব্যিক গল্প বলার স্টাইল, অন্যদিকে ক্লাসিক দেশি মশলা-র সিনেমাটিক ফ্লেয়ার—এই দুইয়ের টকঝাল মিশ্রণ নিয়ে আসছে ‘নিশানচি’! পোস্টারেই বোঝা যাচ্ছে, এটি একটি রক্তগরম, রাগি, প্রেম-প্রতিশোধে ঠাসা ছবি—যেখানে ভাগ্য আর সিদ্ধান্ত একে অপরের সঙ্গে ধাক্কা খায়।

 

প্রযোজক অজয় রাই ও রঞ্জন সিংহ, তাঁদের জার পিকচার্স-এর ব্যানারে ফ্লিপ ফিল্মস-এর সহযোগিতায় এই ছবি বানিয়েছেন। চিত্রনাট্যে আছেন প্রসূন মিশ্র, রঞ্জন চন্দেল এবং স্বয়ং অনুরাগ কাশ্যপ। সব মিলিয়ে একেবারে উফফ টাইপ ছবি আসছে ১৯ সেপ্টেম্বর, গোটা ভারতের প্রেক্ষাগৃহে।

 

ঐশ্বর্য ঠাকরের ডাবল ধামাকা: দুই ভাই, এক রক্ত, আলাদা ভাগ্য! 'নিশানচি'-র আসল চমক? ঐশ্বর্য ঠাকরের ডেবিউ! প্রথম ছবিতেই তিনি দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন—একজন আগুন, আরেকজন নরম ছায়া। বিপরীত মেরুতে দাঁড়ানো এই দুই ভাই কীভাবে পরস্পরের মুখোমুখি হয়, তাই নিয়েই এগোবে গল্প। আর এই থ্রিলিং ভাই-ভাই সংঘাতের সঙ্গে থাকছে প্রেম, বিশ্বাসঘাতকতা, রাগ আর নিয়তির নির্মম খেলা।

 

এবং ছবির পোস্টারে আগুন! ক্লাসিক ফিল্মি রঙে আঁকা মোচড়দার গোপের ইঙ্গিত।  সম্প্রতি, অ্যামাজন এমজিএম স্টুডিও ইন্ডিয়া ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে ধরা পড়েছে দুর্দান্ত রঙের বাহার, আবেগমথিত চোখ, আর একগুচ্ছ প্রশ্ন—কে কাকে ঠকাবে? কে কার নিশানচি হবে? এ যেন এক বিশুদ্ধ ‘দেশি সিনেমা’র কামব্যাক, যার কেন্দ্রে এক নতুন স্টারকিড, কিন্তু কাশ্যপের ‘আনফিল্টারড’ দুনিয়ায়।

 

কারা থাকছেন এই যুদ্ধে?
ঐশ্বর্য ঠাকরের সঙ্গে রয়েছেন বেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মোহাম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্র—সবাই নিজেদের অভিনয় দিয়ে আগুন ধরাতে প্রস্তুত। আর যেহেতু এটি কাশ্যপের ছবি, তাই প্রত্যাশা একটাই—এটি ‘মাঝারি থ্রিলার’ নয়, এটি একটি ‘তাল থোকা’ অভিজ্ঞতা!

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Amazon MGM Studios India (@amazonmgmstudiosin)