সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


করোনায় আক্রান্ত নিকিতা

কোভিড ১৯ আছড়ে পড়েছে মায়ানগরীতে। কয়েকদিন আগেই জানা গিয়েছিল তার শিকার অভিনেত্রী শিল্পা শিরোদকর। যদিও 
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন। একদিকে যখন শিল্পা সুস্থ হয়েছেন তখন করোনা আক্রান্ত হয়েছেন 'জুয়েল থিফ' খ্যাত অভিনেত্রী নিকিতা দত্ত। তিনি একা নন, সঙ্গী তাঁর মা-ও। সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথা নিজেই জানিয়েছেন নিকিতা।


কটাক্ষের জবাব দিলেন জাহ্নবী

কান চলচ্চিত্র উৎসবে এই বছর ডেবিউ করলেন জাহ্নবী কাপুর।‌ শ্রীদেবী-কন্যার সাজগোজ দেখে উড়ে এসেছে কটাক্ষের তির। তাঁকে 'প্লাস্টিক' বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা। কিন্তু বরাবরের মতোই কটাক্ষকে পাত্তা দেননি অভিনেত্রী। লাল গালিচায় হাঁটার আগে মেকআপ রুমে জাহ্নবীর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে‌‌। সেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়, "আমায় অতুলনীয় সুন্দর লাগছে, মায়াবী লাগছে। কিন্তু অনেকেই প্লাস্টিক বলে কটাক্ষ করবেন জানি। তবে এতে কিছুই যায় আসে না আমার।"


বিদ্যার স্বপ্নের চরিত্র


সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বালান তাঁর স্বপ্নের চরিত্র নিয়ে কথা বলেছেন। তিনি জানান, নেটফ্লিক্সের সিরিজ 'অ্যাডোলেসেন্স'-এ 'থেরাপিস্ট'-এর চরিত্রটি তাঁর কাছে সেরা মনে হয়েছে।‌ এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে পারলে তাঁর স্বপ্ন সত্যি হতো বলেও জানান বিদ্যা।