নিজস্ব সংবাদদাতা: বাড়ির নাম 'কিরণ কানন'। অন্দরমহলে চলছে দাদু, ঠাকুমার মিষ্টি ঝগড়া, খুনসুটি। তার মাঝেও খুশির আমেজ পরিবারে। ফুটে উঠছে এক যৌথ পরিবারের ছবি। আকাশ আটে আসছে প্রচেত গুপ্ত-এর লেখা গল্প 'মধুর হাওয়া'। পরিচালনায় অনিন্দ্য সরকার। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন রাকেশ ঘোষ।
এর আগে 'নেকলেস','বালুকাবেলা ডট কম'-এর মতো ছবি হয়েছে প্রচেত গুপ্তর গল্প অনুসরণে। যৌথ পরিবারের গল্পে দর্শক দেখেছেন কালজয়ী ছবি 'চাঁদের বাড়ি'। 'মধুর হাওয়া'য় কি 'চাঁদের বাড়ি'র ছোঁয়া পাবেন দর্শক? এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে প্রচেত গুপ্ত-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আধুনিকতার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গল্প। বর্তমান প্রজন্মের একটি যৌথ পরিবার ঠিক কেমন হয় সেই ছবিই ফুটে উঠবে। এটি একটি ছোট গল্প ছিল। তাই আলোচনা করেই কিছু বদল আনা হয়েছে চিত্রনাট্যে। আকাশ আট সাহিত্য নিয়ে কাজ করে। তাই ওঁদের সঙ্গে কাজ করার অনুভূতিটা খুব অন্যরকম। এর আগেও বহু কাজ করেছি। কিন্তু এই গল্পে আজকের যুগে দাঁড়িয়ে একটা যৌথ পরিবারের আসল রসদ খুঁজে পাবেন দর্শক।"
ধারাবাহিকে দেখা যাবে বেশকিছু নতুন মুখ। ৫ আগস্ট থেকে সোম থেকে শনি সন্ধে সাত'টায় সম্প্রচারিত হবে 'মধুর হাওয়া'।
এর আগে 'নেকলেস','বালুকাবেলা ডট কম'-এর মতো ছবি হয়েছে প্রচেত গুপ্তর গল্প অনুসরণে। যৌথ পরিবারের গল্পে দর্শক দেখেছেন কালজয়ী ছবি 'চাঁদের বাড়ি'। 'মধুর হাওয়া'য় কি 'চাঁদের বাড়ি'র ছোঁয়া পাবেন দর্শক? এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে প্রচেত গুপ্ত-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আধুনিকতার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই গল্প। বর্তমান প্রজন্মের একটি যৌথ পরিবার ঠিক কেমন হয় সেই ছবিই ফুটে উঠবে। এটি একটি ছোট গল্প ছিল। তাই আলোচনা করেই কিছু বদল আনা হয়েছে চিত্রনাট্যে। আকাশ আট সাহিত্য নিয়ে কাজ করে। তাই ওঁদের সঙ্গে কাজ করার অনুভূতিটা খুব অন্যরকম। এর আগেও বহু কাজ করেছি। কিন্তু এই গল্পে আজকের যুগে দাঁড়িয়ে একটা যৌথ পরিবারের আসল রসদ খুঁজে পাবেন দর্শক।"
ধারাবাহিকে দেখা যাবে বেশকিছু নতুন মুখ। ৫ আগস্ট থেকে সোম থেকে শনি সন্ধে সাত'টায় সম্প্রচারিত হবে 'মধুর হাওয়া'।
