নিজস্ব সংবাদদাতা: বাস্তবের ছোঁয়ায় গল্পের ধরন বদলেছে বাংলা ধারাবাহিকে। ঘরে-বাইরে নারীর লড়াইয়ের বিভিন্ন দিক ফুটে উঠছে গল্পে। এবার এরকমই এক গল্প নিয়ে আসছে সান বাংলা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক 'শোলক সারি'। প্রযোজনায় 'ব্লুজ প্রোডাকশন'।
সামনে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, রঙিন সুতোয় শাড়ি বুনছে একটি মফস্বলের মেয়ে। তারপর সাইকেলে করে সেই শাড়ি নিয়ে বিক্রি করতে যায় সে। রঙিন সুতোয় স্বপ্ন বোনার গল্প বলতে আসছে এই ধারাবাহিক। সূত্রের খবর, ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে নবাগতা সুকন্যা চক্রবর্তীকে।
অভিনয় জগতে প্রথম কাজ হলেও মডেলিং দুনিয়ার পরিচিত মুখ সুকন্যা। টলিপাড়ার অন্দরের খবর, গল্পে ফুটে উঠবে দুই বোনের কাহিনি। এক বোনের চরিত্রে থাকছেন সুকন্যা। নিজের হাতে শাড়ি বুনে পরিবারের পাশে দাঁড়ায় সে। অন্যদিকে, একেবারে বিপরীত মেরু তার বোন। নায়কের চরিত্রেও দেখা যাবে নতুন মুখকে, খবর এমনটাই। যদিও এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, আগামী সপ্তাহেই হবে প্রোমো শুটিং। নতুন বছরের শুরুতেই সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'শোলক সারি'।
