সংবাদ সংস্থা মুম্বই: কন্নড় অভিনেতা এবং পরিচালক ঋষভ শেঠি এই মুহূর্তে সাফল্যের সাথে শীর্ষে রয়েছেন। ২০২২ এ ছবিপ্রেমীদের মন জয় করেছিল তাঁর পরিচালিত দক্ষিণী ছবি ‘কান্তারা’। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয়ও করেছিলেন তিনি। এর গল্প, চিত্রনাট্য, ও সৃজনশীল করেছিল আপামর দেশবাসীর। একটি অঞ্চলের লোক সংস্কৃতির কথা যে এত সুন্দরভাবে বলা যায় এবং দর্শকের মন জয় করা যায়, তা অনায়াসেই প্রমান করেছিলেন এই ছবির নায়ক, পরিচালক ও গল্পকার ঋষভ শেঠি। এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করার দরুণ তাঁর ঝুলিতে ঢুকেছে জাতীয় পুরস্কার।
এবার ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে বড়পর্দায় হাজির হচ্ছেন ‘কান্তারা’ খ্যাত এই অভিনেতা-পরিচালক! ছবির নাম ‘ছত্রপতি শিবাজী মহারাজ’। পরিচালনায় সন্দীপ সিং। মঙ্গলবার ছবির নির্মাতারা সমাজমাধ্যমে এই ছবিতে শিবাজিরূপী ঋষভের একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে ঘোষণা করেছেন ছবির মুক্তির তারিখও। ২০২৭-এর ২১ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। প্রখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ-ও টুইট করেছেন এই ছবির পোস্টার। জানা গিয়েছে একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি।
RISHAB SHETTY IN & AS 'CHHATRAPATI SHIVAJI MAHARAJ'... SANDEEP SINGH TO DIRECT... #NationalAward winning actor #RishabShetty and director #SandeepSingh announce their first collaboration: #ThePrideOfBharat: #ChhatrapatiShivajiMaharaj.
— taran adarsh (@taran_adarsh)
Backed by a team of top-notch technicians… pic.twitter.com/Ef5Ski81uhTweet by @taran_adarsh
প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে পরিচালনায় ফিরেছেন অভিনেতা রীতেশ দেশমুখ। ছবির নাম ‘রাজা শিবাজী’। ছত্রপতি শিবাজির জীবন নিয়ে এই সিনেমা তৈরি হচ্ছে। ছবি পরিচালনা তো করছেনই, এই সিনেমায় শিবাজির ভূমিকাতে অভিনয়ও করবেন রীতেশ। সমাজমাধ্যমের পাতায় নিজেই এই ছবির কথা ঘোষণা করেছিলেন অভিনেতা।আগামী বছর বড়পর্দায় আসার কথা এই সিনেমার।
