ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা নাসিরুদ্দিন শাহ তাঁর স্পষ্টবাদী মন্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি তাঁর একটি পুরোনো সাক্ষাৎকার আবারও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বলিউডের মূলধারার দুই সুপারস্টার—শাহরুখ খান এবং অক্ষয় কুমার—সম্পর্কে তাঁর মতামত আলোচনার কেন্দ্রে এসেছে।
ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপটিতে নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি শাহরুখ, অক্ষয় কুমার ও অজয় দেবগণের মতো জনপ্রিয় তারকার ছবি দেখেন কিনা এবং তাঁদের অভিনয় দেখে তিনি মুগ্ধ হন কিনা। জবাবে অভিনেতা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অকপটে বলেন, "না, আমি তাঁদের ছবি দেখার চেষ্টাও করি না। আমি তাঁদের অনেকের সঙ্গেই কাজ করেছি, কিন্তু তাঁদের কারওর অভিনয়ই আমাকে বিশেষ মুগ্ধ করেনি।"
তবে এরপরেই তিনি ব্যতিক্রম হিসেবে অভিনেতা অক্ষয় কুমারের নাম নেন এবং তাঁর ভূয়সী প্রশংসা করেন। নাসিরুদ্দিন শাহ বলেন, "কেবলমাত্র অক্ষয় কুমারই আছেন, যাঁকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। কারণ কোনওরকম গাইডেন্স, গডফাদার বা পারিবারিক সমর্থন ছাড়াই তিনি বলিউডে নিজের একটা জায়গা তৈরি করেছেন। আর এত বছর ধরে কাজ করার পর এখন তাঁর অভিনয়ে দক্ষতার ছাপ দেখা যায়। তিনি সত্যি একজন ভাল অভিনেতা হয়ে উঠেছেন।"
আরও পড়ুন: করণের হাত ধরে স্বপ্নপূরণ ভুবনের, বড়পর্দায় ফের একফ্রেমে শাহরুখ-আলিয়া?
এরপর যখন সাক্ষাৎকার গ্রহণকারী উল্লেখ করেন যে শাহরুখ খানও কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াই বিশাল সাফল্য অর্জন করেছেন, তখন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ উত্তর দেন, "হ্যাঁ, সেই কারণে শাহরুখের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে। কিন্তু একজন অভিনেতা হিসেবে তিনি ক্রমশ বোরিং (বিরক্তিকর) হয়ে উঠছেন।"

নাসিরুদ্দিন শাহের এই মন্তব্যগুলি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অভিনেতার এই অকপট স্বীকারোক্তিকে একদল দর্শক 'নির্মম সততা' হিসেবে দেখছেন এবং এর প্রশংসা করছেন। তাঁদের মতে, নাসিরুদ্দিন শাহ সিনেমার জগতে কাউকে তোয়াক্কা না করে সবসময় নিজের স্পষ্ট মতামত দেন। বিশেষ করে অক্ষয় কুমারের স্ব-প্রতিষ্ঠিত হওয়ার যাত্রাকে নাসিরুদ্দিন শাহ যে স্বীকৃতি দিয়েছেন, তাতে অক্ষয়-ভক্তরা খুশি।
অন্যদিকে, শাহরুখ খানের অনুরাগীরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা যুক্তি দেখিয়েছেন যে শাহরুখ খান প্রতি দশকে নতুন রূপে নিজেকে তুলে ধরেন এবং বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে চলেছেন। তাঁরা মনে করেন, একজন অভিনেতাকে এভাবে 'বোরিং' বলাটা একেবারেই অনুচিত। এই মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে শাহরুখ ও অক্ষয় ভক্তদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
নাসিরুদ্দিন শাহ বলিউডের এই দুই তারকার সঙ্গেই একাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি অক্ষয় কুমারের সঙ্গে ব্লকবাস্টার ছবি 'মোহরা'-তে এবং শাহরুখ খানের সঙ্গে 'কভি হাঁ কভি না', 'চমৎকার' এবং জনপ্রিয় ছবি 'ম্যায় হুঁ না'-তে স্ক্রিন শেয়ার করেছেন।
উল্লেখ্য, এর আগেও নাসিরুদ্দিন শাহ একাধিকবার বলিউডের কিংবদন্তী তারকাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগে তিনি প্রয়াত অভিনেতা রাজেশ খান্না এবং দিলীপ কুমারকে নিয়েও মন্তব্য করে শিরোনামে এসেছিলেন। তাঁর এই স্পষ্টবাদীতা কখনও প্রশংসিত হয়েছে, আবার কখনও তীব্র সমালোচনার মুখে পড়েছে। তবে এই পুরোনো সাক্ষাৎকারটি আবারও প্রমাণ করে যে নাসিরুদ্দিন শাহ তাঁর মতামত প্রকাশ করতে কখনোই পিছপা হন না। তিনি মনে করেন, মূলধারার তারকাদের অতিরিক্ত জনপ্রিয়তার আড়ালে অনেক সময় তাঁদের অভিনয়ের মান চাপা পড়ে যায়।
