আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানি অভিনেত্রীর বিপরীতে অভিনয় করায়, ডানপন্থী ট্রোলারদের রোষের মুখে পড়েছেন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। বিজেপি সরকারি ভাবে অভিনেতার পক্ষে থাকলেও অনলাইন আক্রমণের নেপথ্যে যে পরোক্ষ রাজনৈতিক প্রভাব রয়েছে একথা ভাল করেই জানেন রাজনীতি সচেতন মানুষ। এবার পাঞ্জাবি তারকার হয়ে পাল্টা সমালোচকদের প্রতি তোপ দাগলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
 
 ‘সর্দারজি ৩’ ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নেওয়া নিয়ে চলতে থাকা বিতর্কে দিলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়িয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা নাসির। শিল্পে ঘৃণার কোনো স্থান নেই এবং ভালবাসা কোনও সীমান্ত মানে না। এই কথা মনে করিয়ে দিয়ে ট্রোলারদের একহাত নিয়ে শাহ লিখেছেন, “আমি দিলজিতের পাশে দৃঢ়ভাবে আছি... ছবির কাস্টিংয়ের জন্য ( অভিনেতা - অভিনেত্রী চয়ন) ও দায়ী নয়। পরিচালক দায়ী। কিন্তু পরিচালক কে, তা কেউ জানে না, অথচ দিলজিৎকে সারা বিশ্ব চেনে।” তাঁর মতে এই বিতর্ক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, কীভাবে জনপ্রিয় ব্যক্তিরা প্রায়শই উদ্দেশ্যপ্রণোদিত রোষের সহজ শিকার হন।
 
 নাসির অবশ্য এখানেই থামেননি। যাঁরা দিলজিৎকে সমর্থন করা নিয়ে প্রশ্ন তুলছে, তাঁদের জন্য তাঁর সরস জবাব, না পোষায় তো “কৈলাসাতে যাও!”
