সংবাদ সংস্থা মুম্বই: দক্ষিণী তারকা নানি বর্তমানে নিজের নতুন ছবি ‘হিট ৩’-এর মুক্তি নিয়ে চূড়ান্ত ব্যস্ত। আগামী ১মে আসছে তার এই থ্রিলার আর অ্যাকশনে ঠাসা ছবি। কিন্তু এই ছবির থেকেও বেশি শিরোনামে উঠে এসেছেন তিনি সলমন খানের এক মন্তব্যের পাল্টা জবাব দিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খান বলেন, “আমার ছবি যখন দক্ষিণ ভারতে মুক্তি পায়, তখন কিন্তু সেখানে সেভাবে দর্শক আসেন না। রাস্তায় চিনে ‘ভাই ভাই’ বললেও, হলে যায় না। আমরা ওদের ছবি দেখি, কিন্তু ওরা আমাদেরটা দেখে না।” এই মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি নানি। এক খোলামেলা সাক্ষাৎকারে এই প্রসঙ্গে তিনি পাল্টা বললেন, “বলিউডের ছবির প্রতি দক্ষিণে ভালবাসা অনেক পুরনো। কুছ কুছ হোতা হ্যায়, দিল তো পাগল হ্যায়—সবই হায়দরাবাদে সুপারহিট ছিল। আমরা ছোটবেলা থেকেই হিন্দি ছবি দেখে বড় হয়েছি।”
সলমনের মন্তব্যের জবাবে নানি আরও বলেন, “ওখানে (দক্ষিণে) যদি ওঁর ছবি না চলত, তাহলে উনি তারকা হতেন কীভাবে? আমরা সবাই সলমনকে দেখি, ভালবাসি। হাম আপকে হ্যায় কৌন, দিদি তেরা দেওয়ার দিওয়ানা—এই গানগুলো দক্ষিণে বিয়ের অনুষ্ঠানে বাজত। ওঁর অভিনীত ছবিগুলোর আলাদা কদর আছে।”
অন্যদিকে সলমন দাবি করেছেন, দক্ষিণী তারকাদের হিন্দি ছবিতে না নেওয়ার কারণ বাজেট আর সঠিক চিত্রনাট্যের অভাব। “ওঁরাও পারিশ্রমিক নেন, আমরাও। বড় ছবি বানাতে গেলে সঠিক গল্প আর বাজেট—দুইই দরকার,” মন্তব্য সলমনের। তাঁর মতে, 'রামায়ণ'-এর মতো এত বিশাল ছবিতেই দুই ইন্ডাস্ট্রির তারকাদের একসঙ্গে নেওয়া সম্ভব।
এদিকে, ‘হিট ৩’-তে নানি ফিরছেন ‘আর্জুন সরকার’-এর চরিত্রে। জম্মু-কাশ্মীরে এক সিরিয়াল কিলিং তদন্তের কেসে নামছে তিনি। রুদ্ধশ্বাস এই অ্যাকশন থ্রিলার ‘এ’ সার্টিফিকেট পেয়েছে, অতিরিক্ত হিংসা, রক্তপাতের দৃশ্য থাকার কারণে।
