নিজস্ব সংবাদদাতা: ‘আমার বস’র হাত ধরে ২১ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ।শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। শনিবার মুক্তি পেল ‘আমার বস’র প্রথম গানের টিজার।

আন্তর্জাতিক নারী দিবসে ‘আমার বস’র প্রথম গান ‘বসন্ত ডেকেছে আমাকে’র টিজার প্রকাশ্যে এসেছে। অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন  প্রস্মিতা পাল ও উপল সেনগুপ্ত। গানটি মুক্তি পাবে আগামী ১০ই মার্চ। 

বিয়ের পর এই প্রথম একসঙ্গে ‘আমার বস’র গানে কাজ করেছেন অনুপম ও প্রস্মিতা। গানের ঝলকে রাখী গুলজারকে সরস্বতী বন্দনা করতে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, গৌরব চ্যাটার্জী এবং আরও অনেক অভিনেতা-অভিনেত্রীরা। সকলের সঙ্গে গানের তালে পা মেলান বর্ষীয়ান অভিনেত্রী। 

টলিপাড়ার হিট পরিচালক জুটি নন্দিতা-শিবপ্রসাদ বরাবর দর্শকদের গ্রীষ্মকালীন উপহার দিয়ে এসেছেন। যা বক্স অফিসেও বাজিমাত করেছে। বিগত দু’বছর ধরে যদিও পুজো রিলিজের স্লটেও ছিল তাঁদের পাল্লা ভারী। এবার গরমের ছুটির আগামী ২৫ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস’। ছবির বিশেষ আকর্ষণ অবশ্যই মুখ্য ভূমিকায় রাখি গুলজার। এর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’-এ তিনি থাকলেও ছবিটি ফিল্ম ফেস্টিভ্যালে মুক্তি পাওয়ায় তা খুব বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি।ইতিমধ্যে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে ‘আমার বস’।