সংবাদসংস্থা মুম্বই: ৪ ডিসেম্বর ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। এবার পাত্রী অভিনেত্রী শোভিতা ধূলিপালা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রাক-বিবাহ অনুষ্ঠান। শুক্রবার সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শোভিতা ও নাগা চৈতন্যর গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো। সেখানে দক্ষিণী ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠতে দেখা যাচ্ছে শোভিতাকে।

 

দম্পতির বিয়ের সাজে থাকছে চোখ ধাঁধানো চমক। জানা যাচ্ছে, শোভিতা বিয়েতে পরছেন সোনার জরি বসানো কাঞ্জিভরম সিল্ক। সেই সঙ্গে পারিবারিক রীতি অনুযায়ী বিয়ের দিন সকালে পরবেন সোনালি পাড়ের সাদা শাড়ি। এদিন শোভিতার সঙ্গে মিল রেখে মানানসই পোশাকে দেখা যাবে নাগা চৈতন্যকেও।


আক্কেনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে মুখে কুপুল এঁটেছেন নাগা-শোভিতা। নাগার্জুনের ইচ্ছে অনুযায়ী ছেলে-বৌমার বিয়ে ডকুমেন্টেড থাকবে ওটিটি প্ল্যাটফর্মে। শোনা গিয়েছিল, নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছিলেন একাধিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। সেই তালিকায় ছিল নেটফ্লিক্সও। বিয়ের সমস্ত মুহূর্তকে চিরকাল ধরে রাখতে ও অনুরাগীদেরও তাঁদের বিয়ের সাক্ষী করতে এই উদ্যোগ নিচ্ছেন নাগার্জুন। এবার শোনা যাচ্ছে, ৫০ কোটি টাকায় নাকি শেষমেশ নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে নাগা-শোভিতার বিয়ের স্বত্ব।


এবার ছেলের বিয়ের আগেই বিলাসবহুল গাড়ি কিনলেন নাগার্জুন। কিন্তু কেন? জানা গিয়েছে, বিয়েতে ছেলে নাগা চৈতন্য এবং পুত্রবধূ শোভিতাকে গাড়িটি উপহার দেবেন নাগার্জুন। সোশ্যাল মিডিয়ায় গাড়িটির ঝলক ছড়িয়ে পড়েছে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেতার গাড়িটির দাম প্রায় ২.৫ কোটি টাকা। এই গাড়িটি একটি হাইব্রিড এবং বৈদ্যুতিক গাড়ি। যা পরিবেশের কোনও ক্ষতি করবে না।