সংবাদসংস্থা মুম্বই: নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়েছে অনেকদিন। এরপর শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন নাগা চৈতন্য। অন্যদিকে, রাজ নিদিমোরুর সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা প্রকাশ্যে আনছেন সামান্থাও। কিন্তু এর মাঝেই ফের প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গে সাক্ষাৎ অভিনেত্রীর!
বিনোদন জগতে ১৫ বছর হয়ে গিয়েছে সামান্থার। সেই সুবাদে অপ্সরা পুরষ্কার অনুষ্ঠানে, সামান্থাকে ১৫ বছরের মাইলফলকের জন্য সম্মানিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নাগার্জুন-পত্নী অমলা। অভিনেতা নার্গাজুনের দ্বিতীয় স্ত্রী অমলা নাগ চৈতন্যের সৎমা। তবু শাশুড়ি হিসাবে প্রথম থেকে যদিও অমলাকেই পেয়েছিলেন সামান্থা।
নাগার সঙ্গে এখন আর সম্পর্ক নেই সামান্থার কিন্তু প্রাক্তন শাশুড়ি অমলা আক্কিনেনি এরপরও প্রাক্তন বউমার জন্য গর্ব প্রকাশ করেন। অমলার চোখে মুখেই ফুটে উঠেছে সেই ভাব।
অনুষ্ঠানের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে সামান্থাকে বলতে শোনা যায়, তিনি, "তেলুগু ইন্ডাস্ট্রি আমাকে সব কিছু দিয়েছে। এখানেই আমার কর্মভূমি। আমি সব সময় তেলুগু দর্শকদের প্রায়োরিটি লিস্টে প্রথমে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।" ওই ভিডিওয় অমলাকে দেখা যায়, সামান্থার কথা শুনে আপ্লুত হয়ে হাসি মুখে করতালি দিতে।
