সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

সাতপাকে বাঁধা পড়লেন নাগা-শোভিতা


অবশেষে চারহাত এক এল নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার। বুধবার রাত ৮টার শুভলগ্নে বিয়ে শুরু হয়েছিল। ৮ ঘণ্টা ধরে চলেছে বিয়ের রীতি। বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে এদিন তাঁরা হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন। সোশাল মিডিয়ায় বহু ছবির সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, নাগার হাতে মঙ্গলসূত্র পরতেই, শোভিতার চোখে জল আসে। তা দেখে আবেগঘন হয়ে পড়েন নাগাও। তারপরে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। 


পাকাপাকিভাবে হলিউডে প্রিয়াঙ্কা?


বহুদিন আগেই বলিউড ছেড়ে আমেরিকা পাড়ি দিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে কাজ করেও পেয়েছেন বিপুল খ্যাতি। এবার নাকি পাকাপাকিভাবে আমেরিকাতেই কাজ করবেন অভিনেত্রী? সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন,"আমাদের প্রযোজনা সংস্থা 'পার্পল পেবল পিকচার' এখন ভারতে কাজ করছে না। পাকাপাকিভাবে আমেরিকাতেই কাজের পরিকল্পনা করছি। প্রিয়াঙ্কা ভারতে ফিরলে তবে এখানে কাজের চিন্তাভাবনা করব।"


অনুরাগীকে চড় নানা পাটেকারের! 


অভিনেতা নানা পাটেকার সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, "এক অনুরাগীকে চড় মারার জন্য আজও অনুতপ্ত আমি। 'বানরাস'-এর শুটিং চলাকালীন এক ব্যক্তি এসে নিজস্বি তুলতে যান। কাজের মাঝে এইরকম আচরণ দেখে মাথা ঠিক রাখতে পারি নি। তবে চড় মারাটা উচিৎ হয়নি।"