সংবাদসংস্থা, মুম্বই: এক সময় পর্দায় একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে চর্চার কেন্দ্রে উঠেছিলেন মল্লিকা শেরাওয়াত। মেদহীন শরীরী হিল্লোলে অনুরাগীদের নজর কেড়েছিলেন ‘মার্ডার’ ছবির নায়িকা। ধীরে ধীরে হলিউডে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেন মল্লিকা। কিন্তু সেখানে তেমন জায়গা করতে পারেননি। বহু দিন পর ফের বি-টাউনে ফিরছেন নায়িকা। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তে রাজ কুমার রাও এবং তৃপ্তি দিমরির সঙ্গে দেখা যাবে তাঁকে। এদিকে এরই মধ্যে বলিউডের প্রথম সারির নায়ককে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী।
মল্লিকার অভিযোগ, এক সহ-অভিনেতার হাতে হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। অভিনেত্রী জানান, সুপারহিট কমেডি ছবির শ্যুটিং হয়েছিল দুবাই-তে। সেখানেই তাঁর এক তিক্ত অভিজ্ঞতা হয়। নায়িকার কথায়, ‘মাল্টি-স্টারার ছবির শুটিংয়ের জন্য দুবাইতে ছিলাম। ছবিটা সুপারহিট হয়েছিল, আমি কমেডি চরিত্র করেছিলাম। সেই ছবির নায়ক মধ্যরাতে আমার হোটেল রুমের দরজা ধাক্কা দিয়েছিল, আমি তো ভাবছিলাম, দরজা বোধহয় ভেঙেই দেবে। কারণ সে আমার বেডরুমের ভিতর আসতে চাইছিল। আমি কোনওভাবেই রাজি হয়নি। এরপর আর সেই নায়কের সঙ্গে আমি কোনওদিন কাজ করিনি’।
হেনস্থার ঘটনার কথা জানালেও ‘অভিযুক্ত’ সেই নায়কের নাম প্রকাশ্যে আনেননি মল্লিকা। অভিনেত্রীর ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে হইহই পড়ে গিয়েছে নেটপাড়ায়। আসলে মল্লিকা তাঁর কেরিয়ারে হাতে গোনা কমেডি ছবি করেছেন যা সুপারহিট হয়েছে। আর তার মধ্যে কোন ছবিতে তিনি হেনস্থার শিকার হতে পারেন তা নিয়ে দুয়ে দুয়ে চার করতে ছাড়েননি নেটাগরিকরা। ছবির বর্ণনা শুনে অনেকেরই অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন। উল্লেখ্য, এর আগেও বহুবার বলিউডের কাস্টিং কাউচ কিংবা যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন মল্লিকা।
