নভেম্বর মাসে শেষ হয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলো, এতদিন বাদে আবারও জি বাংলাতেই ফিরছেন সকলের প্রিয় "গৌরী" মোহনা মাইতি, শোনা যাচ্ছে বেঙ্গল টকিজ এর হাত ধরে আবার নতুন কাজ শুরু হচ্ছে মোহনার।
ঈশান এবং গৌরী অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও মোহনা মাইতির জুটি ছিল দর্শকদের খুব পছন্দের। এই ধারাবাহিক শেষ হওয়ার পর মন খারাপ হয়েছিল অনেকের। মোহনার ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে এলো সেই সুখবর, প্রায় ছয় মাসের মাথায় আবারও দর্শকদের কাছে ফিরতে চলেছেন মোহনা। ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী হয়ে নিজের যাত্রা শুরু করলেও প্রথম ধারাবাহিক গৌরী এলো তে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়েছিলেন মোহনা। এতদিন একটু পড়াশোনা সামলে, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও নতুন চরিত্র নিয়ে জি বাংলাতেই ফিরছেন তিনি।
তবে এখনই এর চেয়ে বেশি কিছু বলা বারণ, যদিও শোনা যাচ্ছে টুম্পা অটোওয়ালী খ্যাত অভিনেতা সায়ন বোস কে দেখা যাবে মোহনার বিপরীতে, অর্থাৎ দর্শকেরা দেখতে চলেছেন এক নতুন জুটি। বয়সের পার্থক্য থাকলেও গৌরী এলো ধারাবাহিকে ঈশান গৌরী জুটি ছিল হিট, বাস্তবে বিশ্বরূপ বোনের মতোই ভালোবাসেন মোহনাকে। যদিও তাদের এই সম্পর্ক নিয়ে নানান কথা হয়েছিল, কিন্তু কখনোই সেই কথায় কান দেননি বিশ্বরূপ বা মোহনা, ঈশ্বরকে কেন্দ্র করে এই গল্প হয়ে উঠেছিল দর্শকদেরও প্রিয়। তবে সব অপেক্ষার অবসান করে অবশেষে নতুন গল্পে ফিরছেন মোহনা, এবং সায়ন মোহনা দর্শকেরা কতটা পছন্দ করেন সেটাই দেখার
ঈশান এবং গৌরী অর্থাৎ বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় ও মোহনা মাইতির জুটি ছিল দর্শকদের খুব পছন্দের। এই ধারাবাহিক শেষ হওয়ার পর মন খারাপ হয়েছিল অনেকের। মোহনার ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। অবশেষে এলো সেই সুখবর, প্রায় ছয় মাসের মাথায় আবারও দর্শকদের কাছে ফিরতে চলেছেন মোহনা। ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী হয়ে নিজের যাত্রা শুরু করলেও প্রথম ধারাবাহিক গৌরী এলো তে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়েছিলেন মোহনা। এতদিন একটু পড়াশোনা সামলে, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও নতুন চরিত্র নিয়ে জি বাংলাতেই ফিরছেন তিনি।
তবে এখনই এর চেয়ে বেশি কিছু বলা বারণ, যদিও শোনা যাচ্ছে টুম্পা অটোওয়ালী খ্যাত অভিনেতা সায়ন বোস কে দেখা যাবে মোহনার বিপরীতে, অর্থাৎ দর্শকেরা দেখতে চলেছেন এক নতুন জুটি। বয়সের পার্থক্য থাকলেও গৌরী এলো ধারাবাহিকে ঈশান গৌরী জুটি ছিল হিট, বাস্তবে বিশ্বরূপ বোনের মতোই ভালোবাসেন মোহনাকে। যদিও তাদের এই সম্পর্ক নিয়ে নানান কথা হয়েছিল, কিন্তু কখনোই সেই কথায় কান দেননি বিশ্বরূপ বা মোহনা, ঈশ্বরকে কেন্দ্র করে এই গল্প হয়ে উঠেছিল দর্শকদেরও প্রিয়। তবে সব অপেক্ষার অবসান করে অবশেষে নতুন গল্পে ফিরছেন মোহনা, এবং সায়ন মোহনা দর্শকেরা কতটা পছন্দ করেন সেটাই দেখার
