সংবাদ সংস্থা মুম্বই: মুক্তি পাওয়ার এক দশক পরেও ‘তুম হি হো’ গানটি শুনলে চোখ ভিজে আসে, মনকেমন করে ওঠে ভক্তদের। অরিজিৎ সিং-এর কণ্ঠ আজও শ্রোতার প্রেমের ব্যথাকে ছুঁয়ে যায়। কিন্তু জানেন কি, এই গান সহ ছবির বাকি সব গানও অরিজিতের গাওয়ার কোনও পরিকল্পনাই ছিল না? বরং প্রথমে ‘আশিকি ২’ ছবির গানগুলো রেকর্ড করা হয়েছিল কে কে-র গলায়!
চমকে ওঠার মতো এই তথ্য জানালেন খোদ আশিকি ২ -এর পরিচালক মোহিত সুরি। সম্প্রতি, দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “এই ছবির জন্য আমি তখন কেকে-এর গলায় সব গান রেকর্ড করেছিলাম। আমি আগেও ওর সঙ্গে কাজ করেছি—‘ক্যায়া মুঝে প্যায়ার হ্যায়’-এর মত গান নিয়ে। কিন্তু আশিকি ২ এর গান রেকর্ডিংয়ের পর হঠাৎ মনে হল, কেকে-এর কণ্ঠ ইমরান হাশমির জন্য একদম ঠিকঠাক কিন্তু আদিত্য রায় কাপুরের ক্ষেত্রে ঠিক মানাচ্ছে না। আদিত্যর জন্য প্রয়োজন এক নতুন কণ্ঠ।”
ঠিক সে জায়গাতেই এলেন অরিজিৎ সিং। মোহিত ততদিনে শুরু করলেন সেই কণ্ঠ খোঁজার যাত্রা। তিনি বলেন— “ বহু বহু গায়কের অডিশন নিয়েছিলাম, রেকর্ডিং শুনেছিলাম। এরপর অরিজিৎ সিং-এর গলায় গান শুনলাম। তারপর থেকেই আমি পাগলের মতো খুঁজছিলাম ওকে। আমি বুঝেছিলাম, ঠিক এই গলার জন্যই আমি অপেক্ষা করছিলাম। আগেই যাঁরা প্রতিষ্ঠিত, তাঁদের দিয়ে হবে না। নতুন কিছুর দরকার ছিল। আর সেই নতুনত্ব দিয়েছিল অরিজিৎ।”
‘আশিকি ২’-র সাউন্ডট্র্যাক তৈরি করেছিলেন জিৎ গাঙ্গুলি, অতিথি সুরকার ছিলেন মিঠুন এবং অঙ্কিত তিওয়ারি। এরপর ‘আশিকি ২’ ছবির একের পর এক গান - ‘তুম হি হো’, ‘ভুলা দেনা’, ‘চাহুঁ ম্যায় ইয়া না’, ‘আসান নহি ইয়াঁ’, ‘মিলনে হ্যায় মুঝসে আয়ি’—সব গাইলেন অরিজিৎ। এবং সব যাকে বলে সুপারহিট! অবশ্য কেকে-ও পিছিয়ে ছিলেন না— এ ছবির গান ‘পিয়া আয়ে না’ ছিল তাঁর কণ্ঠে, যা আজও তুমুল জনপ্রিয়।
‘আশিকি ২’-এর পরে এবার আবার রোম্যান্স ছবির ঘরানায় ফিরছেন পরিচালক মোহিত সুরি। এবার তাঁর নতুন ছবি ‘সইয়ারা’ - অভিনয়ে আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। ছবিতে সুর দিয়েছেন তনিষ্ক বাগচী। আগামী ১৮ জুলাই মুক্তি পাবে এ ছবি।
