শুক্রবার, চতুর্থীতে ছিল উইন্ডোজ প্রোডাকশনের পুজোর ছবি 'রক্তবীজ ২'-এর প্রিমিয়ার। এই ছবিতে অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী একে অপরের প্রতিদ্বন্দ্বী।‌ তবে পর্দার বাইরে দু'জনের দারুণ সম্পর্ক। একসঙ্গে থাকলেই দুই বন্ধুর খুনসুটি ধরা পড়ে। প্রিমিয়ারেও তার ব্যতিক্রম হল না‌। 

 

 

'রক্তবীজ ২'এর প্রিমিয়ারে অঙ্কুশ-মিমির দেখা হতেই খুনসুটি শুরু। এই জুটিকে এর আগে বহু ছবিতে রোম্যান্স করতে দেখেছেন দর্শক। তাই অনুরাগীদের আবেদন, এরপর আবারও একসঙ্গে অঙ্কুশ-মিমির জুটিকে পর্দায় দেখতে চান তাঁরা। কবে আবার একসঙ্গে রোমান্টিক ছবির নায়ক-নায়িকা হবেন তাঁরা? এর জবাব দিলেন মিমি চক্রবর্তী নিজেই। 

 

 


মিমির কথায়, "আমি কি জানি! অঙ্কুশ তো প্রযোজক, ওকে বলুন ওর ছবিতে আমায় নিতে।" মিমির কথা শুনে চুপ থাকলেন না অঙ্কুশ। অভিনেতার কথায়, "ঠিকাছে, আগে বল তুই ফ্রী-তে অভিনয় করবি।" মিমিও বলেন, "এ কী! ফ্রী-তে কেন করতে যাব?" দুই তারকার মধ্যে এ নিয়ে খুনসুটি চললেও দু'জনের কেউই খোলসা করলেন না যে, কবে আবারও জুটিতে দর্শক দেখবেন তাঁদের। আসলে আপাতত সদ্য মুক্তি পাওয়া 'রক্তবীজ ২' নিয়েই ব্যস্ত তাঁরা। তাই এই ছবির প্রচারে এসে অন্য ছবি বা আগামী ভাবনা নিয়ে মুখ খুলতে নারাজ তারকারা। 


এই ছবিতে মিমি জুটি বেঁধেছেন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে, অঙ্কুশকে দেখা যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে। তবে মিমি ও অঙ্কুশকে একসঙ্গে পর্দায় দেখার আর্জি অনুরাগীদের জারি রয়েছে। 

 

আরও পড়ুন: অঙ্কুশকে জড়িয়ে ধরে চুমু আবিরের! 'রক্তবীজ ২'-এর প্রিমিয়ারে দুই নায়কের কাণ্ড দেখে কী করলেন মিমি?

 

প্রসঙ্গত, ‘রক্তবীজ-’এ যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ভারত বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েন দেখানো হবে ছবিতে। যখনই ভারত বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্বের দিকে যায় তখনই শুরু হয় নতুন চক্রান্ত। এখানে দেখানো হয়েছে তেমনই।সকলেই জানেন, রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি তৈরি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রের আদলে। অনেকেই মনে করছেন, তাঁর জীবনের ছায়া রয়েছে ছবিতে।  

 


মিমি-অঙ্কুশ পর্দায় প্রতিদ্বন্দ্বী। এত বছর আদ্যোপান্ত প্রেমের ছবি করে এই প্রথম পর্দায় লড়াইয়ের ময়দানে মুখোমুখি হবেন নায়ক-নায়িকা। অঙ্কুশ জিহাদি, মিমি ডাকাবুকো পুলিশ অফিসার। কেমন হবে তাঁদের দ্বৈরথ? সেই জবাব মিলছে বড়পর্দায়।