নিজস্ব সংবাদদাতা: নতুন শুরু হলেও জি বাংলার 'কে প্রথম কাছে এসেছি' ধারাবাহিকের নায়ক, নায়িকা ইতিমধ্যেই দর্শকের ভালবাসা পেয়েছে। 'মধুবনী' আর 'ঋকদেব'-এর সঙ্গে সিরিয়াল প্রেমীদের মন জয় করেছে ছোট্ট 'মিহি'ও।
কিছুদিন আগেই দর্শক দেখেছেন 'মধুবনী','ঋকদেব'-এর সুখের জীবন ছাড়খাড় করতে হাজির হয়েছে 'মিহি'র আসল বাবা। ফিরে এসে মেয়েকে নিজের কাছে নিয়েও যেতে চায় সে। কিন্তু জন্মের পর থেকে কোনও দায়িত্ব না নেওয়ায় 'মিহি'কে তার হাতে ছাড়তে চায় না 'মধুবনী'।
কিন্তু সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির সবার কথায় কষ্ট পেয়ে মাকে চিঠি লিখে 'আসল বাবা'র কাছে চলে যাচ্ছে ছোট্ট 'মিহি'। মেয়ের চিঠি পেয়ে 'ঋকদেব'কে সঙ্গে নিয়ে 'মধুবনী' ছুটে যায় মিহির বাবার কাছে। বলে, তার সঙ্গে যখন মিহির রক্তের সম্পর্ক নেই তাহলে কেন সে মিহিকে নিজের কাছে রাখতে চাইছে? পাল্টা উত্তরে সেও জানায় যে 'মধুবনী'র সঙ্গেও 'মিহি'র রক্তের সম্পর্ক নেই। এই কথা শুনে অবাক হয়ে যায় 'ঋকদেব'। তাহলে 'মিহি'র আসল বাবা-মা কারা? 'মধুবনী'র সঙ্গেও বা কী সম্পর্ক 'মিহি'র? এর উত্তর মিলবে 'কে প্রথম কাছে এসেছি'র আগামী পর্বে।
প্রসঙ্গত, দর্শকের কাছে ভালবাসা পেলেও কিন্তু তার প্রভাব মোটেই দেখা যায়না টিআরপি তালিকায়। এখনও পর্যন্ত এই ধারাবাহিকের ফল তলানিতেই রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই ধারাবাহিক। এখন গল্পের নতুন মোড়ে টিআরপি তালিকায় কতটা জায়গা পায় এই ধারাবাহিক সেটাই দেখার।
