বলিউডের সবচেয়ে আইকনিক ব্রাইডাল লেহেঙ্গা সহ রেড-কার্পেট বরাবর উজ্জ্বল হয়েছে যাঁর জাদুকরী হাতের ছোঁয়ায়, সেই ফ্যাশন সম্রাট মনীশ মলহোত্রা এবার রূপালি পর্দার নতুন গল্প লিখতে চলেছেন। বহুদিন আগে ঘোষণা করেছিলেন যে তিনি সিনেমা প্রযোজনায় নামছেন। এবার সেই স্বপ্নের বড় পদক্ষেপ— প্রকাশ্যে এল তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘গুস্তাখ ইশ্ক’-এর টিজার। নামেই লুকিয়ে আছে নস্টালজিয়া, অথচ ছবির উপস্থাপনা যেন একেবারেই সমকালীন। পরিচালনার দায়িত্বে আছেন বিভু পুরি, আর ছবির প্রযোজনার হাল ধরেছেন ফ্যাশন দুনিয়ার অন্দরের নাম মনীশ মালহোত্রা ও দীনেশ মালহোত্রা। টিজারের ঘোষণাই যেন এক উৎসব।
শৈশবের ইশ্ক থেকে স্বপ্নপূরণ।
মনীশের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, বরং বহু বছরের স্বপ্নের বাস্তবায়ন। ইন্সটাগ্রামে নিজের আবেগ প্রকাশ করে তিনি লিখেছেন—
“শৈশব থেকেই সিনেমার প্রতি আমার গভীর ভালবাসা। গল্পের জাদু, বড় পর্দার আলো, আর ক্রেডিট রোলের পরও থেকে যাওয়া আবেগ আমাকে গড়ে তুলেছে। আজ সেই ভালবাসাই আমাকে সবচেয়ে বড় আনন্দ দিল— আমার প্রথম ছবি প্রযোজনা করার স্বপ্ন পূরণ হল। নভেম্বর ২০২৫-এ মুক্তি পাচ্ছে ‘গুস্তাখ ইশ্ক – কুছ পেহলে জ্যায়সা।’”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by STAGE5 Production (@stage5production)
ভক্তদের উত্তেজনা—“এ যেন পুরনো বলিউডের নস্টালজিয়া”। টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঢেউ। বিশেষ করে সংগীত নিয়ে উন্মাদনা তুঙ্গে। একজন লিখেছেন—“আধুনিক সিনেমায় এমন মিউজিক শুনিনি বহুদিন, ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ।”
আরেকজনের মন্তব্য—“বিশাল ভরদ্বাজ আর গুলজার সাহেব আবার একসঙ্গে! কান আর মন, দুটোই যেন সেরে উঠছে।”
অন্য একজন লিখেছেন—“আপনি আমাকে ‘সুরকার বিশাল ভরদ্বাজ’-এই জিতিয়ে নিয়েছেন।”
আরেক মন্তব্যে বলা হল— “এই ঘৃণার সময়েও ২০২৫-কে মনে রাখা হবে প্রেমের গল্প আর অরিজিনাল সংগীতের বছর হিসেবে।”
অভিনেত্রী ফতিমা সানা শেখকেও নিয়ে দারুণ উচ্ছ্বাস—“ফতিমা দারুণ সময় কাটাচ্ছেন। ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জ্যায়সা কোই’-এর পর এখন ‘গুস্তাখ ইশ্ক’। দারুণ হবে নিশ্চিত।” এক ভক্তের আবেগময় মন্তব্য—“এটা এত নস্টালজিক! পুরনো বলিউডের ছোঁয়া। গান আর গুলজার স্যারের লিরিক্স থাকলে সিনেমা ফ্লপ হলে আমি ইট ছুঁড়ব।”
অন্য আরেকটি মন্তব্যে টিজারকে তুলনা করা হয়েছে ডিডিএলজে’র সর্ষে ক্ষেতে পাঞ্জাবি সিনেমাটোগ্রাফি-র সঙ্গে—“অসাধারণ ভিজ্যুয়াল, আবার আশা জাগলো। সিনেমা আর গান— দুটোই ফিরিয়ে আনবে সেই পুরনো ভালবাসার দিন।”
বলিউড বন্ধুদেরও শুভেচ্ছা ভেসে এসেছে মনীশের উদ্দেশ্যে। অভিনেত্রী অনন্যা পাণ্ডে ইন্সটাগ্রাম স্টোরিতে লিখেছেন—
“ওয়াও এমএম!!! তোমার থেকে সিনেমা নিয়ে এত কিছু শিখেছি। এবার তুমি নিজেই নতুন ইতিহাস লিখছ। দারুণ লেগেছে।”
তিনি আরও যোগ করেছেন—“কাস্ট অসাধারণ! উফফফ।”
অন্যদিকে জাহ্নবী কাপুর কমেন্ট করেছেন—“এটা সত্যিই খুব ভাল লাগছে!!!”
গুস্তাখ ইশ্ক—অতীত থেকে বর্তমানের যাত্রা
ছবিটির প্রথম নাম ছিল ‘উল-জলূল ইশ্ক’, পরে বদলে রাখা হয় ‘গুস্তাখ ইশ্ক’। এটি হচ্ছে মনীশের প্রযোজনা সংস্থা স্টেজ ফাইভ প্রোডাকশন-এর তৃতীয় প্রজেক্ট, যা ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হয়। এর আগের ছবি 'ট্রেন ফ্রম ছাপরৌলা' এবং 'বান টিক্কি' এখনও মুক্তি পায়নি, তবে সবদিক থেকেই গুস্তাখ ইশ্ক তাঁর মুকুটের রত্ন হয়ে উঠছে।
গত এপ্রিলে মনীশ প্রথম পোস্টারে ঝলক দেখিয়েছিলেন বিজয় বর্মা আর ফতিমা সানা শেখের আগুনঝরা রসায়নের। সঙ্গে দিয়েছিলেন এক চরণ—“বেওকুফিয়া, নাদান ভুল, বড়ি ভুল হ্যায় ইশ্ক… সচ পুছিয়ে তো মেরে হুজুর, উল-জলিল হ্যায় ইশ্ক।”
প্রত্যাশা—‘কুছ পেহলে জ্যায়সা’ কি সত্যিই ফিরবে?
বলিউডে একসময় প্রেমের গল্প আর সুরেলা গানের রাজত্ব ছিল। আজকের বাণিজ্যিক বাজারে সেসব স্মৃতি যেন অনেকটাই হারিয়ে গেছে। মনীশ মলহোত্রার এই সিনেমা কি সত্যিই ফিরিয়ে আনবে সেই সোনালি সময়?