বলিউডের সবচেয়ে আইকনিক ব্রাইডাল লেহেঙ্গা সহ রেড-কার্পেট বরাবর উজ্জ্বল হয়েছে যাঁর জাদুকরী হাতের ছোঁয়ায়, সেই ফ্যাশন সম্রাট মনীশ মলহোত্রা এবার রূপালি পর্দার নতুন গল্প লিখতে চলেছেন। বহুদিন আগে ঘোষণা করেছিলেন যে তিনি সিনেমা প্রযোজনায় নামছেন। এবার সেই স্বপ্নের বড় পদক্ষেপ— প্রকাশ্যে এল তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘গুস্তাখ ইশ্‌ক’-এর টিজার। নামেই লুকিয়ে আছে নস্টালজিয়া, অথচ ছবির উপস্থাপনা যেন একেবারেই সমকালীন। পরিচালনার দায়িত্বে আছেন বিভু পুরি, আর ছবির প্রযোজনার হাল ধরেছেন ফ্যাশন দুনিয়ার অন্দরের নাম মনীশ মালহোত্রা ও দীনেশ মালহোত্রা। টিজারের ঘোষণাই যেন এক উৎসব। 

 

 

শৈশবের ইশ্‌ক থেকে স্বপ্নপূরণ। 

মনীশের কাছে এটি শুধু একটি সিনেমা নয়, বরং বহু বছরের স্বপ্নের বাস্তবায়ন। ইন্সটাগ্রামে নিজের আবেগ প্রকাশ করে তিনি লিখেছেন—
“শৈশব থেকেই সিনেমার প্রতি আমার গভীর ভালবাসা। গল্পের জাদু, বড় পর্দার আলো, আর ক্রেডিট রোলের পরও থেকে যাওয়া আবেগ আমাকে গড়ে তুলেছে। আজ সেই ভালবাসাই আমাকে সবচেয়ে বড় আনন্দ দিল— আমার প্রথম ছবি প্রযোজনা করার স্বপ্ন পূরণ হল। নভেম্বর ২০২৫-এ মুক্তি পাচ্ছে ‘গুস্তাখ ইশ্‌ক – কুছ পেহলে জ্যায়সা।’”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by STAGE5 Production (@stage5production)