নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। পরিচালক ভিক্টোর এই নিন্দনীয় আচরণে রগে ফেটে পড়েছে সমাজমাধ্য। ছোটপর্দার একাধিক অভিনেতা, পরিচালকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। এবার মুখ খুললেন অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর।
নাচের ক্লাস নিচ্ছিলেন শিল্পী। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও আজকাল ডট ইন-কে অল্প কথায় তিনি বললেন, “এই বিষয়টি এত বিরক্তিকর যে মন্তব্য করতেও ঘেন্না করছে। বিরক্তি লাগছে। এতটা ...এতটা উচ্ছৃঙ্খল, এত দায়িত্বজ্ঞানহীন! ওরকম মদ্যপান কেউ করে? সে একবারও বুঝবে না গাড়ি চালানোর মতো তার অবস্থা রয়েছে কি না? খুব, খারাপ খারাপ ব্যাপার। ”
এই ঘটনার জন্য কি ইন্ডাস্ট্রির শিল্পীদের দিকে ফের অঙ্গুল উঠবে না? শোনামাত্রই দৃঢ়স্বরে শিল্পীর জবাব – “কেন? কেন ইন্ডাস্ট্রির সবার দিকে আঙ্গুল উঠবে এই ঘটনার জেরে? এই কাণ্ড তো প্রায় সব জায়গায় হচ্ছে। মদ্যপান করে এই গাড়ি দুর্ঘটনা...” প্রশ্ন ছিল, তাঁদের সময়ে ইন্ডাস্ট্রিতে কী এরকম আচরণ করতেন শিল্পীরা? উত্তর আসে, “একেবারেই না! একদম না! আর...আমি এই নিয়ে আর কিছু বলতে চাই না এইমুহূর্তে।”
