৫ জানুয়ারি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। কর্মব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেই শুরু হল আরও এক নতুন বছরের সূচনা। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে সক্রিয় থাকলেও, শিল্প ও সংস্কৃতির প্রতি তাঁর টান বরাবরের। কাজের ফাঁকে গান গাওয়া, ছবি আঁকা যেমন তাঁর নিত্য অভ্যাস, তেমনই নিয়মিত খোঁজ রাখেন টেলিভিশনের ধারাবাহিকের দুনিয়ারও। এই বিশেষ দিনে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁকে তাঁর স্নেহের শিল্পী ও অনুরাগীরা।
দিব্যজ্যোতি দত্ত অভিনয় করে আগাগোড়া মমতা ব্যানার্জির অন্যতম প্রিয় পাত্র। তাঁর সাবলীল অভিনয় ও পর্দায় উপস্থিতির প্রশংসা একাধিকবার শোনা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর মুখেই। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে মুখমন্ত্রীর পাশে একাধিকবার দেখা গিয়েছে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির এই অভিনেতাকে। মুখ্যমন্ত্রীর জন্মদিনে দিব্যজ্যোতি বললেন, “দিদিকে প্রণাম ও জন্মদিনের শুভেচ্ছা জানাই। এবং অনেক অনেক ভালবাসা। ওঁর থেকে সবসময়ই আমরা নানান অনুষ্ঠানের যথাযোগ্য সম্মানের সঙ্গে আমন্ত্রণ পাই, এত ব্যস্ততার মধ্যেও নিজে আমাদের খোঁজখবর নেন। উনি অন্যরকম একজন মানুষ। শিল্পীদের খুব সম্মান দিতে জানেন।”
“এই বয়সেও ওঁর যে ফিটনেস তা দেখে অবাক হতে হয়। যেভাবে টানটান হয়ে হাঁটেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করেন! ওঁর বয়সে পৌঁছলে, এরকম ফিটনেস আমার থাকবে কি না জানি না। এই বিষয়ে ওঁর থেকে খুব ইন্সপায়ার্ড হই। আমি চাই উনি সুস্থ থাকুক, দীর্ঘজীবী হন। সুযোগ পেলে জন্মদিনে অংকে একটি শাল দিতে চাই। প্রথমত, ওঁকে নানান ধরনের শাল ব্যবহার করতে দেখেছি। আর দ্বিতীয়ত, ওঁর জন্মদিন যেহেতু জানুয়ারিতে, আবহাওয়া বেশ ঠান্ডা থাকে উনি সেটা ব্যবহার করতে পারবেন, মানে কাজে লাগবে উপহারটা। তাই।” মিষ্টি হেসে বললেন দিব্যজ্যোতি।
২০২৫ সালের ২১ জুলাইয়ের মঞ্চে ফিরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দিদি নিজে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই ফেলতে পারেনি বলে উল্লেখ করেন রূপাঞ্জনা। এদিন মুখ্যমন্ত্রীর জন্মদিনে আজকাল ডট ইন-কে তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন, “জন্মদিন সাধারণত বয়স গোনে। আপনার ক্ষেত্রে তা দৃঢ়তার হিসেব। এখনও অস্থির। এখনও বাঁধাধরা নয়। এখনও এক ধাপ এগিয়ে। সবার থেকে! আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জানাই শুভ জন্মদিন| আমাদের দিদি। ঈশ্বর এর কাছে ওঁর দীর্ঘায়ু কামনা করি|” অভিনেত্রী আরও জানালেন, মুখ্যমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে তিনি একটি সুতির শাড়ি কিনেছেন, নিজের হাতে পছন্দ করে।
