খান পরিবারে আনন্দের ঢেউ! আরবাজ খান এবং তাঁর স্ত্রী শুরা খান রবিবার, ৫ অক্টোবর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। তারকা-দম্পতির কোলে এসেছে কন্যা সন্তান। এটি খান পরিবারের জন্য এক বিশেষ মুহূর্ত। কারণ বহু বছর পর ঘরে এসেছে নতুন আনন্দের ছোট্ট অতিথি।

 

 

এই খুশির খবর প্রকাশ্যে আসার পরই আলোচনার কেন্দ্রে চলে আসেন আরবাজের প্রাক্তন স্ত্রী অর্থাৎ অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজের জীবনে এই নতুন অতিথির আগমনের দিনেই মালাইকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'সত্যিকারের ভালবাসা' নিয়ে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট শেয়ার করেন, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে জোর জল্পনা।

 

 

মালাইকা অরোরা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে ভিডিও ক্লিপটি শেয়ার করেন, সেটি ছিল রিয়্যালিটি শো 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-এর একটি অংশ। ভিডিওতে বিচারক আসনে বসে থাকা নবজ্যোত সিং সিধু এবং গায়ক শানকে দেখা যায়। সিধু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভালবাসার অর্থ ব্যাখ্যা করছিলেন। তিনি বলেন, "আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, সত্যিকারের ভালবাসায় কোনও দর কষাকষি বা আপস থাকে না। সিধুর এই মন্তব্য শুনে মালাইকা দ্রুত তাঁকে থামিয়ে দিয়ে বলেন, "আমি এটি লিখে রাখতে চাই—সত্যিকারের ভালবাসায় কী না হয়?"

 

 

আরবাজ খান ও শুরা খানের বাড়িতে নতুন অতিথির আগমনের খবরে যখন বলিউড সরগরম, ঠিক তখনই প্রকাশ্যে মালাইকার এই জীবনদর্শন! ফলস্বরূপ, নেটিজেনদের অনেকেই এই পোস্টটিকে আরবাজ খানের নতুন জীবন এবং মালাইকার ব্যক্তিগত দর্শনের মধ্যে একটি সূক্ষ্ম যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন। 

 

 

অনেকের মতে, প্রাক্তন স্বামীর নতুন সম্পর্ক ও জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হওয়ার দিনে মালাইকার এই 'সত্যিকারের ভালবাসা' নিয়ে করা আলোচনাটি হয়তো তাঁর জীবনের অভিজ্ঞতারই প্রতিফলন। তবে এটিই প্রথমবার নয় যে মালাইকা তাঁর প্রাক্তন স্বামীর জীবন নিয়ে আলোচনার সময় নিজের মনোভাব প্রকাশ করেছেন। সম্প্রতি, তিনি একটি অনুষ্ঠানে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন যে তাঁর ছেলে আরহান খানই তাঁর জীবনে সবচেয়ে প্রিয় মানুষ। এছাড়াও, তিনি আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও মুখ খোলেন। 

 

 

মালাইকা জানান, বিচ্ছেদের সেই সিদ্ধান্ত অনেকে 'স্বার্থপরের সিদ্ধান্ত' বলে সমালোচনা করলেও, তিনি মনে করেন নিজের ওপরে নজর দেওয়া বা নিজেকে প্রাধান্য দেওয়াটা ঠিক। তিনি জোর দিয়ে বলেন, তিনি যদি নিজে সুখী না হন, তবে তিনি আর কাউকে সুখী করতে পারবেন না। এই সিদ্ধান্ত তাঁকে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তুলেছে বলে মালাইকা মনে করেন। এই মন্তব্যগুলি তাঁর জীবনের প্রতি বর্তমান ইতিবাচক দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরে।

 

 

আরও পড়ুন: স্বপ্ন ছিল ফুটফুটে কন্যা সন্তানের, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়ে কি সেই ইচ্ছেপূরণ হবে ভারতী সিং-এর? 

 

 

প্রসঙ্গত, আরবাজ খান ও মালাইকা অরোরার সম্পর্ক একসময় বলিউডে খুবই চর্চিত ছিল। ১৯৯৮ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং চার বছর পর ২০০২ সালে তাঁদের পুত্র আরহান খানের জন্ম হয়। দীর্ঘ প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৬ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের পরেও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং যৌথভাবে ছেলে আরহানের দেখভাল করছেন। 

 

অন্যদিকে, আরবাজ খান মেকআপ আর্টিস্ট শুরা খানকে ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ে করেন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাঁরা তাঁদের প্রথম সন্তানের আগমন বার্তা দেন। পরিবারে নতুন সদস্য আসায় খান পরিবারের সবাই আনন্দিত। আরবাজের দাদা সলমন খান এবং মালাইকার ছেলে আরহান খানও হাসপাতালে গিয়ে নতুন মা ও সদ্যোজাতকে দেখে এসেছেন।

 

 

সব মিলিয়ে, আরবাজ-শুরা দম্পতির কন্যালাভের আনন্দের মাঝে মালাইকার এই 'সত্যিকারের ভালবাসা'র পোস্টটি বিনোদন জগতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। মালাইকা কি তাঁর পোস্টের মাধ্যমে প্রাক্তন স্বামীর জীবনে নতুন আনন্দের প্রতি কোনও বার্তা দিলেন? নাকি এটি কেবলই জীবনের প্রতি তাঁর নিজস্ব দর্শন—তা নিয়ে জল্পনা জারি থাকলেও, মালাইকা অরোরা বরাবরের মতোই তাঁর ব্যক্তিগত জীবনকে সাহসিকতার সঙ্গে তুলে ধরছেন।