বিদেশে গেলে একসময় ভারতীয় পুরুষদের দিকে কীভাবে তাকাতেন বিদেশিনীর, সেই নিয়ে খোলাখুলি বললেন অভিনেতা আর. মাধবন। তাঁর কথায়, “আগে বিদেশে গেলে ফর্সা বিদেশিনীরা ভাবত আমরা নাকি ওদের সঙ্গে ফ্লার্ট করতে এসেছি! এখন পরিস্থিতি কিন্তু উল্টো! ওরাই এগিয়ে এসে ভারতীয় পুরুষদের সঙ্গে কথা বলতে চায়, ভাবে আমরা উদ্যোগপতি!”

 

সম্প্রতি, এক শো-তে অজয় দেবগণ, রকুল প্রীত সিং ও মিজান জাফরির সঙ্গে উপস্থিত ছিলেন মাধবন। সেখানেই আন্তর্জাতিক স্তরে  ভারতীয় পুরুষদের বদলে যাওয়া ইমেজ নিয়ে মজা করেই তিনি বললেন, “আগে বিদেশে কোনও বার বা পার্টিতে গেলে ফর্সা বিদেশিনীরা এমনভাবে তাকাত যেন আমরা ওদের ‘লাইন মারতে’ এসেছি। এখন অবস্থাটা উল্টে গিয়েছে পুরো! আজকাল কোনও ভারতীয় বিদেশে পাবে ঢুকলেই চারটে ফর্সা বিদেশিনী নিজে থেকেই এগিয়ে আসে, ভাবে সেই ভারতীয়রা হয়তো কোনও বড় উদ্যোগপতি!”

 

মাধবনের মতে, এই নতুন প্রজন্মের আত্মবিশ্বাসী ভারতীয় পুরুষদের এখনও সিনেমায় ঠিকভাবে দেখানো হয়নি, আর তিনি চান এই বাস্তব রূপটা বড় পর্দায় ফুটে উঠুক। আলাপচারিতায় অভিনেতা আরও বলেন, এখন তিনি নতুন পরিচালকদের সঙ্গে কাজ করতে চান, যেখানে তাঁর অভিজ্ঞতা মিশবে নতুন প্রজন্মের ভাবনা ও গল্প বলার ধরনে। তাঁর কথায়, “আমার পথে এখন একটাই বাধা। সেটা হল,  ইন্ডাস্ট্রির ‘ফিল্মিনেস’। সবাই এখনও তাদের মেন্টরদের খুশি করার মতো গল্প বানাচ্ছে।”

 

মাধবনকে এবার দেখা যাবে অংশুল শর্মা-র পরিচালনায় ‘দে দে প্যায়ার দে ২’-এ, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অজয় দেবগণ, রকুল প্রীত সিং, গৌতমি কাপুর ও মিজান জাফরি। ছবিটি মুক্তি পাবে ১৪ নভেম্বর।

 

এছাড়াও তিনি অভিনয় করছেন আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ। সম্প্রতি রণবীর সিং শেয়ার করেছেন ছবির পোস্টার, যেখানে মাধবনের চরিত্রকে বলা হয়েছে “কর্মা-র চালক”। এই ছবিতে রয়েছেন রণবীর সিং, অক্ষয় খান্না, অর্জুন কাপুর ও সঞ্জয় দত্ত। সিনেমাটি মুক্তি পাবে ৫ ডিসেম্বর, ২০২৫-এ, পরে দেখা যাবে নেটফ্লিক্সে।