অপেক্ষার অবসান, মুক্তি পেল 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত দ্বিতীয় বাংলা ছবির প্রিমিয়ারে চাঁদের হাট বসেছিল। ছবির কলাকুশলী থেকে টলিউডের একাধিক চেনা মুখকে দেখা যায় এদিন।
২১ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেল 'লক্ষ্মীকান্তপুর লোকাল'। এই ছবির প্রিমিয়ারে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, সায়নী ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ, চূর্ণী গঙ্গোপাধ্যায়, স্যান্ডি সাহা, ইন্দ্রাশিস রায়, শ্রীময়ী চট্টরাজ, প্রমুখ। এসেছিলেন ইমন চক্রবর্তী, মদন মিত্ররাও।
সবুজ শাড়ির সঙ্গে কন্ট্রাস্টে গোলাপি ব্লাউজে এদিন রীতিমত তাক লাগান ঋতুপর্ণা সেনগুপ্ত। খোঁপায় জুঁইয়ের মালায় সেজে এসেছিলেন টলি কুইন। তাঁর এদিনের সাজ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "বেশিক্ষণ লাগেনি সাজতে। সাবেকি সাজেই সেজেছি, যেমনটা প্রতিবার সাজি। আমাদের যে কৃষ্টি, আভিজাত্য রয়েছে, সেটাকেই আমি তুলে ধরতে চেয়েছি।"
বাড়ির পরিচারিকাদের নিয়ে এই ছবি। বাস্তবে তাঁরা একদিন না এলে বা তাঁদের সঙ্গে অভিনেত্রীর কেমন সম্পর্ক জানতে চাইলে ঋতুপর্ণা বলেন, "কখন কখনও শুনি যে তাঁরা আসছেন না আতঙ্কিত বোধ করি। তাঁদের সঙ্গে আমাদের জীবন ভীষণ ভাবে জড়িয়ে গিয়েছে। আমরা খুবই নির্ভরশীল হয়ে গিয়েছি ওঁদের উপর।"
অন্যদিকে দ্বিতীয় ছবি মুক্তি পেতেই রামকমল মুখোপাধ্যায় আজকাল ডট ইনকে বলেন, "এটা আমার অন্যতম ভাল লাগার প্রজেক্ট। প্রচুর তারকারা রয়েছেন। অপেক্ষা করে আছি যে দর্শকদের কেমন লেগেছে, কী প্রতিক্রিয়া তাঁদের সেটা জানার জন্য।" প্রায় একই সুর শোনা গেল অভিনেত্রী, প্রযোজক সঙ্গীতা সিনহার গলায়। তিনিও এদিন বলেন, "আমরা পরীক্ষা দিয়ে দিয়েছি, এবার রেজাল্ট। আমরা অনেক হল পেয়েছি, ভাল ভাল সময় পেয়েছি। তাই দর্শকদের অনুরোধ করব, আপনারা হলে আসুন, আর সিনেমাটা দেখে আপনাদের মতামত জানান।"
ছবির শেষে করতালিতে ফেটে পড়ে হল। কাউকে কাউকে মদন মিত্রের স্টাইল অনুকরণ করে ওহ লাভলি বলতে শোনা যায়। ছবি দেখে বেরোনোর পথে সায়নী জানান, "বহু বছর পর একাজ করলাম। মানুষের ভাল লাগলেই ভাল। আমরা সবাই ভালবেসে ছবিটা করেছি। রাম একটা সুন্দর ছবি বানিয়েছেন। এবং 'ওহ লাভলি', ভাল হবে।''
প্রসঙ্গত 'লক্ষ্মীকান্তপুর লোকাল' ছবিতে ৩ বিভিন্ন বয়সের জুটি এবং তাঁদের বাড়িতে যে ৩ পরিচারিকা কাজ করেন তাঁদের গল্প ফুটে উঠেছে। রয়েছে ইমন চক্রবর্তীর কণ্ঠে 'সোনা বন্ধু রে'র মতো মন ভোলানো গান সহ বেশ কয়েকটি চমক, যে গল্পের সঙ্গে বাস্তব জীবনের মিল রয়েছে।
