নিজস্ব সংবাদদাতা: এক অন্যরকম ভালবাসার গল্প নিয়ে শুরু হয়েছিল সান বাংলার ধারাবাহিক 'দ্বিতীয় বসন্ত'। অনিরুদ্ধ আর জাগৃতির পরিণত ভালবাসা মন জয় করেছিল দর্শকের। এই চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা রাজদীপ গুপ্ত ও অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। 

 

অল্প দিনেই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। 'দ্বিতীয় বসন্ত'-এর মাধ্যমে আবারও ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরী। দর্শকের পছন্দের এই ধারাবাহিক এবার শেষের পথে। মঙ্গলবার হয়ে গেল শেষ দিনের শুটিং। শেষদিনের শুটিংয়ে মন খারাপ নয়, বরং হাসিমুখে ফ্লোর ছাড়লেন সবাই। 

 

গল্পে স্ত্রীকে হারিয়ে মেয়েকে নিয়ে নাজেহাল অনিরুদ্ধ। এদিকে, জাগৃতি আর তার ছোট্ট ছেলেকে ছেড়ে চলে গিয়েছে তার স্বামী। হঠাৎই এই দুই ভাঙা মন জোড়া লাগে ছেলেমেয়েদের স্বার্থে। কিন্তু ধীরে ধীরে একে অপরকে ভালবেসে ফেলে অনিরুদ্ধ আর জাগৃতি। একসঙ্গে চলার পথে পেরোতে হয় অনেক বাধা। কিন্তু একে অপরের হাত ছাড়ে না তারা। জীবনে দ্বিতীয় প্রেম আসার গল্প দর্শকের সামনে ফুটিয়ে তুলেছে এই ধারাবাহিক। 

 

প্রসঙ্গত, 'দ্বিতীয় বসন্ত' শেষ হলেও সান বাংলার পর্দায় আসতে চলেছে নতুন দু'টি ধারাবাহিক। 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' ও 'দেবীবরণ'। 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'তে বহু বছর পর জুটিতে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দেকে। অন্যদিকে, 'দেবীবরণ'-এ ফের জুটি বাঁধছেন অ্যানমেরী টম ও সিদ্ধার্থ সেন।