নিজস্ব সংবাদদাতা: টিআরপি তালিকায় বেশ ভালই ফল করছে স্টার জলসার ধারাবাহিক 'উড়ান'। সপ্তাহের শেষে তাই হাসিমুখেই দেখা যায় ধারাবাহিকে নায়ক-নায়িকাকে। কিন্তু অনস্ক্রিন তাঁদের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়।
গল্পের নিত্যনতুন মোড়ে মহারাজ আর পূজারিণীর সম্পর্ক যেন একটু একটু করে গড়ে উঠছে। মনের কথা একে অপরকে বলে ওঠে হয়নি তাদের। তবুও যেন দু'জন, দু'জনের প্রতি এক অজানা বাঁধনে বাঁধা পড়ে আছে। যতই ঝড় আসুক, একে অপরকে আগলে রেখেছে তারা। তাদের জুটিকে ভালবাসায় ভরিয়েছেন দর্শক।
কিন্তু এবার মন খারাপের খবর এল মহারাজ-পূজারিণীর অনুরাগীদের জন্য। শেষ হচ্ছে এই ধারাবাহিক। যদিও আগেও গুঞ্জন শোনা গিয়েছিল এই মেগা শেষ হওয়ার। তবে সেই সময় গল্পের মোড়ে নতুন চমক নিয়ে হাজির হয়েছিলেন নায়ক-নায়িকা। জানা যাচ্ছে, জল্পনা সরিয়ে সত্যিই শেষ হচ্ছে 'উড়ান'-এর পথ চলা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শুটিং। পর্দার 'মহারাজ-পূজরিণী' ওরফে প্রতীক সেন ও রত্নপ্রিয়া দাসের নাকি তেমন ভাব নেই অফস্ক্রিনে, এমনটাই শোনা গিয়েছিল। তবে শেষদিনের শুটিংয়ে একসঙ্গে ছবি তোলা থেকে শুরু করে দু'জনের খুনসুটির মুহূর্ত ধরা পড়ল রত্নপ্রিয়ার সমাজমাধ্যমে।
এদিকে, স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'পরশুরাম'। অন্যদিকে, আসছে আরও নতুন মেগা আসার খবরও।
