এক বছর সম্পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। এই ধারাবাহিকের মাধ্যমেই আবার ছোটপর্দায় ফিরেছিলেন অভিনেতা আদৃত রায়। তবে প্রথম থেকেই এই ধারাবাহিকের ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়া যায়নি টিআরপি তালিকায়। 'মিঠাই'-এর পর আদৃত রায়কে নিয়ে যতটা আশা করা হয়েছিল, তার কিছুই যেন হল না এই ধারাবাহিকে। 

 


২০২৪ এর নভেম্বর মাসে ধারাবাহিক শুরু হলেও এই বছর আগস্ট মাসে শেষবার টিভির পর্দায় দেখা যাবে এই ধারাবাহিক। সোমবার শেষ দিনের শুটিং হলেও শোনা যাচ্ছে ২২ আগস্ট শেষ সম্প্রচার হবে এই ধারাবাহিক। তবে এই কয়েক মাসে বিশেষ করে শেষের দিকে গল্পে অনেক বদল এসেছে। 


প্রথমত, গল্প এগিয়ে গেছে অনেকগুলো বছর। দ্বিতীয়ত, নায়িকা পারিজাত চৌধুরীকে আর দেখা যায় না। তাঁকে মৃত বলেই দেখানো হয়েছে। সেই জায়গায় অবশ্য দেখা যাচ্ছে ঈপ্সিতা মুখোপাধ্যায়কে। হঠাৎ কী কারণে নায়িকা বদল তা জানা যায়নি, কেন হঠাৎ এইভাবে শেষ করে দেওয়া হচ্ছে ধারাবাহিক সেই কারণও অজানা। যদিও অনেকদিন থেকেই শোনা গিয়েছিল শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। তবে গল্পে বদল আসার কারণে এই মুহূর্তে শেষ না হলেও খুব বেশি দিন আর চালানো হল না এই ধারাবাহিক। 


তবে গল্প অনুযায়ী অনেকেই ভেবেছিলেন নায়িকা পারিজাত চৌধুরীকে হয়তো কিছুদিন পর আবার ফেরানো হবে। ধ্রুব ও জোনাকিকে দর্শক একসঙ্গে দেখতে চেয়েছেন বারবার। যদিও প্রথম দিকে আদৃতের বিপরীতে নায়িকা পারিজাতকে মেনে নেননি বহু দর্শক। শুরুতেই কটাক্ষের শিকার হতে হয় অভিনেত্রীকে। তবে খারাপ কথা কখনওই কানে নেননি পারিজাত। বরং নিজের কাজ করে গিয়েছেন মন দিয়ে। ধীরে ধীরে ধ্রুব ও জোনাকি জুটিকে পছন্দ করতে শুরু করেন দর্শক। এরপর যখন জোনাকির মৃত্যু দেখানো হয় তখন দর্শকেরাই বারবার চেয়েছেন ধ্রুবর কাছে যেন ফিরে আসে জোনাকি। 

 

আরও পড়ুন: মনসার অভিশাপে ছারখার হবে 'আকাশ-মাটি'র সংসার! কোন বিপদ আসছে ধারাবাহিকের নতুন মোড়ে?

 

এখন এটাই প্রশ্ন যে শেষবারের মতো কি একসঙ্গে দেখা যাবে জোনাকি এবং ধ্রুবকে? শেষ দিনের শুটিংয়ে কী হাজির থাকবেন পারিজাত? কেন হঠাৎ করে এই ধারাবাহিক থেকে সরে যান পারিজাত বা সরিয়ে দেওয়া হয়, সেই কারণ জানা যায়নি। খুব কম ক্ষেত্রেই ধারাবাহিকের নায়ক বা নায়িকা বদল হয়। সেক্ষেত্রে বিশেষ কোনও সমস্যার কারণে কি এই সিদ্ধান্ত? তা এখনও অজানা। 

 

তবে সূত্রের খবর, শেষ দিনের শুটিংয়ে হাজির থাকবেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। পর্দায় জোনাকি হিসেবে কি আবার ফিরবেন তিনি? নাকি শেষ দিনের শুটিংয়ের শেষবার সকলের সঙ্গে দেখা করতে যাবেন তিনি? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনেকদিন পর আবার ফ্লোরে পৌঁছবেন নায়িকা। 

 

'মিত্তির বাড়ি' ধারাবাহিকের মাধ্যমেই ছোটপর্দায় পা রাখতে পারিজাত। এর আগে অবশ্য ওয়েব সিরিজ ও ছবিতে দর্শক দেখেছেন তাঁকে। ছোটপর্দার দর্শক নায়িকা হিসেবে মেনে না নিলেও পরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা তৈরি করে নিয়েছেন পারিজাত। 

 


উল্লেখ্য, এনআইডিআস প্রযোজনা সংস্থা বা এই ধারাবাহিকের প্রত্যেক শিল্পীদের সঙ্গেই ভাল সম্পর্ক রয়েছে পারিজাতের। মাঝে ভাল করে নিজের জন্মদিন উদযাপন করেন পারিজাত। সেখানে স্বয়ং হাজির হন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাজির ছিলেন ধারাবাহিকের বাকি শিল্পীরা ও বেশ কিছু কলাকুশলীরা। তবে কেন বদল হয় এই ধারাবাহিকের? যদিও জোনাকির চরিত্রে নতুন কাউকে আনা হয়নি তবে ঈপ্সিতা মুখোপাধ্যায় কেই আদৃতের বিপরীতে দেখতে পাচ্ছেন দর্শক। তবে শেষ দৃশ্যে দর্শকের ইচ্ছেপূরণ করে আবার কি এক হবে ধ্রুব ও জোনাকি? সেটাই এখন দেখার অপেক্ষা।