তিন খুদের স্বপ্ন পূরণের গল্প বলবে সৌরভ পালোধির আসন্ন ছবি "অঙ্ক কি কঠিন"।
বাবিন, ডলি ও টায়ার- এই তিন বন্ধুর ছোটবেলাকে বড়পর্দায় আনবেন পরিচালক। ছবির প্রযোজক রানা সরকার।

করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে ওই শিশুদের। তবুও স্বপ্ন দেখার তো কোনও বারণ নেই। তাদের মধ্যে একজন বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন তার মায়ের মতো নার্স হতে চায়। রাজারহাটের এমন এক অঞ্চলে এরা থাকে, যেখানে শহরের জাঁকজমক নেই। রয়েছে নিম্নমধ্যবিত্তের জীবন গাঁথা।
ওই তিন শিশুর স্বপ্ন তারা বড় হয়ে একটা হাসপাতাল খুলবে। তাদের এলাকার মানুষগুলো যাতে বিনা চিকিৎসায় আর মারা না যান। এই তিন শিশু তাদের পিছিয়ে পড়া এলাকায় নিজেদের মতো করে একটা হাসপাতাল চালু করতে পারবে কী? মেলাতে পারবে কী তাদের জীবনের গল্প? এর উত্তর মেলাতেই আসছে ছবিটি।

ছবির সঙ্গীত পরিচালনা করছেন দেবদীপ মুখোপাধ্যায়। ছবিতে লগ্নজিতা চক্রবর্তীর কন্ঠে দর্শকরা শুনবেন মিষ্টি আবদারের এক গান। গানের নাম "একটা গল্প বলো"।
ছবির গান প্রসঙ্গে পরিচালক সৌরভ পালোধি ও গায়িকা লগ্নজিতার সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরিচালক জানান, "ছবিটা শুধু ছোটোদের স্বপ্নপূরণের গল্প বলছে তা কিন্তু নয়। এখানে একটা মিষ্টি প্রেমও দেখানো হয়েছে। শাহরুখ আর কাজলের প্রেম। এই চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র ও প্রসূন সোম। তাঁদের ভালোবাসায় বাঁধা হয়ে দাঁড়ায় ধর্ম। সমাজের নানান ট্যাবুকে ভাঙতে আসছে ছবিটি। আর সেই সঙ্গে লগ্নজিতার গলায় "একটা গল্প বলো" গানটা আবদারের সুর দেবে দর্শককে। ছবিটি আগামী জুলাইয়ের শেষে মুক্তি পাবে বলে আশা করছি।"

গান প্রসঙ্গে লগ্নজিতা বলেন, "গানটা শুরুতে মনে হয়েছিল খুব কঠিন। সম্প্রতি রেকর্ড করলাম গানটা। রেকর্ডিং রুমে পৌঁছে দেখি, দেবদীপ দা গিটারের কর্ডগুলো এমনভাবে সেট করে রেখেছেন যে আরও কঠিন হয়ে গেছে বিষয়টা। সত্যি কথা বলতে কী ভয় পেয়েছিলাম বেশ, তবে ভয় কাটিয়ে গানের জয় হয়েছে। আশা করি সবার পছন্দ হবে।"