সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

মাত্র ২০ দিনের জন্য ফিরছে 'তুলসী'? 

 

আবার ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী' হয়ে ফিরছেন স্মৃতি ইরানি। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন তুলসী ও তাঁর পরিবারকে। জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এল বড় খবর। এই মেগা নাকি মাত্র ১৫-২০টি পর্বে সম্প্রচারিত হবে। প্রথমে নাকি ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। তবে এবার জানা যাচ্ছে এমনটাই। ২০০৮ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার পর দর্শকের প্রত্যাশা রাখতে নাকি এমনটাই পরিকল্পনা করা হয়েছে। 

 

আরও পড়ুনঃ 'প্রধানজি লাউ খাব..,'-ভিডিও কলে প্রিয়াঙ্কা চোপড়ার আবদার শুনে এ কী বলে বসলেন 'পঞ্চায়েত' অভিনেতা?

 

জুটিতে ইমরান-জেনেলিয়া

 

ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি ৯’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর। তবে গত বুধবার নির্মাতাদের তরফ থেকে টিজার মুক্তি পেলে এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনা শতগুণ বৃদ্ধি পায়। কারণ এই ছবিতে ইমরানের নায়িকা হিসেবে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অপারশক্তি খুরানাও। এদিকে, জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ‘মস্তি’র চতুর্থ কিস্তি ‘মস্তি ৪’-এর শুটিং শুরু হয়েছে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। বৃহস্পতিবার বার্মিংহামের ভিক্টোরিয়া স্কোয়ারে এই সিনেমার গোটা ইউনিটকে শুটিং করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন ছবির তিন তারকা—রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। সেখানে সকলের নজর কাড়ে জেনেলিয়ার উপস্থিতি। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি কেবল শুটিং দেখতে এসেছেন। কিন্তু পরে দেখা যায়, তিনি গানের রিহার্সাল করছেন এবং দৃশ্যেও অংশ নিচ্ছেন। ফলে নেটপাড়ায় গুঞ্জন, এই গানে জেনেলিয়ার একটি বিশেষ উপস্থিতি বা ক্যামিও রয়েছে।

 

 

প্রথমদিনে কত আয় 'মালিক'-এর? 

 

রাজকুমার রাওয়ের ছবি 'মালিক'-এর পরিচালনা করেছেন পুলকিত। এই সিনেমাটি সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছে। রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। 'মালিক' ছবিতে গ্যাংস্টারের ভূমিকায় ধরা দিয়েছেন রাজকুমার রাও। ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন মানুষী চিল্লার। শুক্রবার অর্থাৎ ১১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমারের অ্যাকশন থ্রিলার ছবি 'মালিক'। এই ছবিটি সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত পর্যালোচনা পেয়েছে। রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। দর্শকের মধ্যেও উত্তেজনা ছড়িয়েছে এই ছবি। প্রথম দিনে এই খবর লেখার সময় পর্যন্ত ৩.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এটাই এখনও চূড়ান্ত পরিসংখ্যান নয়। এই ছবিটি সপ্তাহান্তে আরও দুর্দান্ত উপার্জন করবে বলে আশা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।