ছোটপর্দায় এতদিন ধরে যতগুলো পারিবারিক গল্প যুগের পর যুগ ধরে দর্শকের মনে স্থায়ী আসন গেড়েছে, একতা কাপুরের সৃষ্টি ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’ তার মধ্যে অন্যতম। স্মৃতির পাতায় আজও অক্ষত তুলসী-মিহির বিরানির রসায়ন। সেই জনপ্রিয়তার রেশ ধরে যখন এই মেগা সিরিয়ালের দ্বিতীয় কিস্তি শুরু হল, তখন অনুরাগীরা আশায় বুক বেঁধেছিলেন যে এবার হয়তো বারংবার ভাঙা-গড়ার খেলায় ইতি টেনে সুখী দাম্পত্যের ছবি দেখা যাবে। কিন্তু টেলিভিশন কর্তৃপক্ষ আবারও এক বড় ধাক্কা দিল। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে ছ'বছরের লম্বা লিপের পর দেখানো হচ্ছে, তুলসী-মিহিরের বিবাহবিচ্ছেদ হয়েছে।

 


নতুন প্রোমোর ঝলকে দেখা যাচ্ছে, একসময়ের আদর্শ স্ত্রী তুলসী গভীর বিষণ্ণতায় ডুবে। তার চোখে নেই সেই চেনা দীপ্তি, বরং রয়েছে গভীর আস্থার ভাঙনের যন্ত্রণা। প্রোমোতে তার কণ্ঠস্বর ভেসে আসে, যা লক্ষ লক্ষ দর্শকের মনে নাড়া দিয়েছে। সেখানে তুলসীকে বলতে শোনা যায়, “যে সম্পর্কের ওপর সবচেয়ে বেশি ভরসা ছিল, তা-ই ভেঙে দিলে তুমি।” এই কয়েকটি শব্দেই স্পষ্ট হয়ে যায়, তাদের দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তি কতখানি নড়বড়ে।

অন্যদিকে, মিহির বিরানি এই ক'বছরে যেন সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তার কণ্ঠস্বরে কোনও অনুতাপের লেশমাত্র নেই, বরং তিনি বলছেন, “যে সম্পর্ক ঘা হয়ে থেকে যায়, তাকে ভেঙে দেওয়াই শ্রেয়। হয়তো সময়ও এটাই চেয়েছিল।” এই সংলাপ শুনে দর্শক মহলে জল্পনা তুঙ্গে। তবে কি মিহিরের পরকীয়ার জন্যই ভাঙল তাদের সংসার? তাদের পরিবারে যতই ঝর-ঝাপটা আসুক না কেন, এভাবে তুলসী-মিহিরের পথ আলাদা হয়ে যাবে তা যেন কল্পনাও করতে পারেননি সিরিয়ালপ্রেমীরা। 

 

 

প্রসঙ্গত, ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী' হয়ে ফিরেছেন স্মৃতি ইরানি। আর তাঁর সঙ্গেই ফিরছিল ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হয় ষ্টার প্লাস চ্যানেলে গত ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০-এ। এছাড়া অনলাইনেও দর্শক দেখেন তুলসী ও তাঁর পরিবারকে।  

 


জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যায় এই ধারাবাহিক যে কোনও সময়ে। ২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এসেছিল এক বড় খবর। জানা গিয়েছিল এই মেগা নিয়ে নাকি  প্রথমে ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। তাই ধারাবাহিক শেষের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু এই মেগা শেষ হচ্ছে না বলেই নিশ্চিত করেছিলেন প্রযোজনা সংস্থা।

 


গল্পে তুলসীর স্বামী 'মিহির ভিরানি'র চরিত্রে দেখা যাচ্ছে অমর উপাধ্যায়কে। ধারাবাহিকে এবার থাকছে ত্রিকোণ প্রেমও। মিহিরের প্রেমিকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী বরখা বিশতকে। তুলসী ও তার পরিবারকে আরও একবার পর্দায় দেখে দারুণ ভালবাসা দিয়েছে দর্শক মহল। এমনকী চ্যানেলের রেটিং চার্টেও শুরু থেকে ভাল ফল করেছে এই ধারাবাহিক। এখন গল্পের মোড়ে ছ'বছরের লিপ আসায় এক বড় পরিবর্তনও এসেছে। এবার দর্শকের মনে কতটা ছাপ ফেলবে তুলসীর নতুন যাত্রা, সেটাই দেখার।