আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক আগেও ঘিরে ধরেছে তাঁকে, তিনিও খুব একটা পাত্তা দেননি সেসবে। তবে এবার বিতর্কের রেশ যেন থামতেই চাইছে না। একদিকে হুমকি, একদিকে পুলিশের এফআইআর, পরপর সমন। অতিরিক্ত দিন চেয়ে আবেদন করা হলেও, তাতে সদর্থক উত্তর মেলেনি। পরিস্থিতি বুঝে এবার আদালতের দ্বারস্থ হলেন কুণাল কামরা। সূত্রের খবর, মুম্বই পুলিশের এফআইআরে আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুনানির সম্ভাবনা শুক্রবারেই।

তামিলনাড়ুর ভিল্লুপুরম শহরের বাসিন্দা কুণাল, তাঁর মতে এই গোটা ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের এক্তিয়ার রয়েছে। শুক্রবার, ২৮ মার্চ বিচারপতি সুন্দর মোহনের সামনে তাঁর আবেদন জরুরি মামলা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে।

নাম উল্লেখ করেননি, তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুকের সুরে যে গান গেয়েছেন, তা ছড়িয়ে পড়েছে দেশে। কুণাল-মন্তব্যে গত কয়েকদিন ধরে উত্তাল মারাঠাভূমের রাজনীতি। কৌতুক অভিনেতার ভিডিও ঘিরে একেবারে সম্মুখ সমরে বিজেপি,  শিবসেনার দুই গোষ্ঠী। এক পক্ষের বক্তব্য, অন্যান্য বিরোধী  রাজনৈতিক দলগুলি এই কাজ করিয়েছে, এক পক্ষের দাবি, যা বলেছেন কুণাল শিন্ডেকে নিয়ে, ভুল তো তা নয়। এর মাঝেই ভাঙচুর, থানা পুলিশ, মামলা। শিবসেনা বিধায়কদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছে মুম্বই পুলিশ। কৌতুকশিল্পীকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠানো হয়েছে। অন্যদিকে দিনকয়েক আগেই কুণাল ঘনিষ্ঠরা দাবি করেছিলেন, কমপক্ষে ৫০০টি হুমকি ফোন পেয়েছেন কুণাল। এমনকি তাঁকে টুকরো টুকরো করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

প্রাণসংশয়ের কারণ দেখিয়ে কুণাল থানায় হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চেয়েছিলেন। যদিও বৃহস্পতিবার, ২৭ মার্চ জানা যায়, মুম্বই পুলিশ কুণালের আবেদনে সাড়া দেয়নি। তিনি ৩ এপ্রিল পর্যন্ত সময় চাইলেও, তাঁকে সোমবারেই, অর্থাৎ ৩১ মার্চ হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তার পরেই আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন কুণাল, সূত্রের খবর তেমনটাই।