সংবাদসংস্থা মুম্বই: "লাপাতা লেডিস" দিয়ে অনেক বছর পরে পরিচালনায় ফিরেছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এই মুহূর্তে ছবির স্ট্রিমিং হচ্ছে ওটিটি -তেও। অনুরাগীদের ভালবাসা এবং প্রশংসা পেয়েছে "লাপাতা লেডিস"৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে চলচ্চিত্র নির্মাতা অনন্ত মহাদেবন কিছু বিস্ময়কর দাবি জানিয়েছেন সম্প্রতি। তাঁর মতে, চলচ্চিত্রের বেশ কয়েকটি দৃশ্য ১৯৯৯ সালের একটি ছবি থেকে অনুলিপি করা হয়েছে। আর তাতেই শুরু হয়েছে শোরগোল। 

মহাদেবন, যিনি তাঁর কেরিয়ারের প্রথম দিকে আমিরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। তাঁর দাবি, ১৯৯৯ সালের "ঘুংঘাট কে পাত খোল" ছবি থেকে অনেকগুলি দৃশ্য টুকে নিজের ছবিতে ব্যবহার করেছেন কিরণ। ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জয় সেনগুপ্ত, বিশাল ভার্মা, নেহা পেন্ডসে এবং সুচেতা খান্না। অনন্তের কথায়, কিরণের ছবির গল্পের সঙ্গে তাঁর ছবির কোনও মিল নেই ঠিকই। কিন্তু যেখানে পুলিশ এসে ঘোমটা দেওয়া নববধূকে চিনতে পারেন না, সেই দৃশ্য নাকি হুবহু নকল করা হয়েছে তাঁর ছবি থেকে। এই নিয়ে আমির বা কিরণের দিকে কোনও অভিযোগ ছুঁড়ে দেননি পরিচালক। তবে তাঁর কথায় "লাপাতা লেডিস" নিয়ে নতুন করে আবার সমালোচনা শুরু হয়েছে। 
এই বছরের অন্যতম ব্লকব্লাস্টার হয়েছে "লাপাতা লেডিস"! ছবিতে নজর কেড়েছেন প্রতিভা রান্তা, নিতানশী গোয়াল, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ, সতেন্দ্র সাইনি, ছায়া কদম ও আরও অনেকে। পরিচালকের অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি কিরণ।