নিজস্ব সংবাদদাতা: দেব-রুক্মিণীর প্রেমের খবর এখন গোটা টলিউড জুড়ে চর্চিত। বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন দুই তারকা। কিন্তু আচমকাই নাকি দেবকে আনফলো করেছেন রুক্মিণী! নিছকই মনোমালিন্য নাকি নেপথ্যে অন্য কোনও কারণ, সেই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন ফের একসঙ্গে ধরা দিলেন টলিউডের ‘পাওয়ার কাপল’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কাছাকাছি এলেন দেব-রুক্মিণী।
৩০তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসেছিলেন দেব। মঞ্চে মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে উত্তরীয় পরিয়ে আসেন রুক্মিণী মৈত্র, মমতা বন্দ্যোপাধ্যায় সেই উত্তরীয় নিজে হাতে পরিয়ে দেন দেবকে।
এই মুহূর্তে 'খাদান'র প্রমোশন নিয়ে ব্যস্ত দেব। এই ব্যস্ততার জন্য কি ‘বিশেষ বান্ধবী’-কে সময় দিতে পারছেন না ‘পাগলু’? আর সেই কারণেই কি পারদ চড়েছে! যদিও এনিয়ে এখনও খোলসা করে কিছু জানা যায়নি। তবে টলিপাড়ার গুঞ্জন, দুই তারকার মধ্যে নাকি চলছে মান অভিমানের পালা! এদিকে গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে চলচ্চিত্র উৎসবে দেব-রুক্মিণীকে হাসিমুখে একসঙ্গে দেখা গেল।
এদিন অনুষ্ঠান শেষে বেরনোর সময় ভিড় এড়িয়ে রুক্মিণীর হাত ধরে গাড়িতে পৌঁছন দেব। এক মুহূর্তও প্রেমিকাকে চোখের আড়াল হতে দেননি ‘চ্যাম্প’। প্রচন্ড ভিড়ের মাঝে রুক্মিণীকে একাই সামলালেন নায়ক। যেন তারকা জুটি স্পষ্ট বুঝিয়ে দিলেন, আসলে তাঁদের মধ্যে কিছুই হয়নি।
সালটা ছিল ২০১৭। সেই বছরই মুক্তি পেয়েছিল দেব-রুক্মিণী অভিনীত প্রথম ছবি 'চ্যাম্প'। টলিউড সূত্রে খবর, ছবির শ্যুটিং সেটেই প্রেমের সূত্রপাত। প্রথমদিকে নিজেদের সম্পর্ককে বন্ধুত্বের নাম দিলেও এখন আর প্রেমের কথা লুকিয়ে রাখেন না দেব ও রুক্মিণী মৈত্র। একসঙ্গে ঘুরতে যাওয়া, কাজের বাইরে সময় কাটানো, সমাজ মাধ্যমে চোখ রাখলে সবটাই নজরে আসে। বর্তমানে অনস্ক্রিনের মতো অফস্ক্রিনেও হিট এই জুটি। কিন্তু রুক্মিণী আচমকা দেবকে আনফলো করে দেওয়ায় বেশ অবাকই হয়েছিলেন অনুরাগীরা। তবে সাময়িকভাবে মান অভিমানের পালা চললেও তা যে নায়ক-নায়িকা আপাতত মিটিয়ে নিয়েছেন তা বলাই বাহুল্য!
