গত ১৫ জুলাই বাবা-মা হয়েছেন কিয়ারা আডবানি ও সিদ্ধার্থ মলহোত্রা। মুম্বইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে দম্পতি তাঁদের সুখবর ভাগ করে নিতেই উপচে পড়ে আমজনতা থেকে তারকাদের শুভেচ্ছা বার্তার ঢেউ। এরই মধ্যে নাকি সামনে এসেছে সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ছবি?  যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগীরা। 
ইনস্টাগ্রামে একটি গোলাপি কার্ডে তাঁদের সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন দম্পতি। ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন কিয়ারা। এই খুশির আবহেই হঠাৎ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি সেলফি। যেখানে কিয়ারা ও সিদ্ধার্থের কোলে রয়েছে এক ফুটফুটে শিশু। পাশে রয়েছেন সলমন খান। তবে কি প্রকাশ্যে সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের ছবি? তা নিয়েই অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। 
সাধারণত তারকা দম্পতির সন্তানের ছবি প্রথমবার প্রকাশ্যে আসা নিয়ে অনুরাগীদের মনে উৎসাহ থাকে প্রবল। এক্ষেত্রেও সেই একই চিত্র দেখা গিয়েছে। এদিকে ছবিটি ঝড়ের গতিতে ভাইরাল হতেই স্পষ্ট হয়ে যায় যে ছবিটি ভুয়ো। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এমনভাবে একটি সেলফি সম্পাদনা করে সাজানো হয়েছে যা দেখে মনে হচ্ছে যেন সিদ্ধার্থ-কিয়ারা ও সলমন একসঙ্গে সদ্যোজাতকে নিয়ে ছবি তুলেছেন। তবে ওই শিশুটি কিয়ারা-সিদ্ধার্থের মেয়ে নয় বলেই জানিয়েছে তাঁদের ঘনিষ্ঠ মহল।
 
আরও পড়ুনঃ 'লভ অ্যান্ড ওয়ার'-এর ফ্লোরেই বিশাল হাসপাতাল গড়ে তুললেন বনশালি! কোন ভয়ে এমন সিদ্ধান্ত নিলেন পরিচালক?
 
ইতিমধ্যে সিদ্ধার্থ এবং কিয়ারা পাপারাৎজিদের তাঁদের মেয়ের ছবি না তোলার অনুরোধ করেছেন। তাঁদের সন্তানের জন্মকে ঘিরে গোপনীয়তা বজায় রাখার আবেদন করেছেন তারকা দম্পতি। এক বিবৃতিতে তাঁরা বলেন, “এত ভালবাসা ও শুভেচ্ছা পেয়ে আমরা আপ্লুত। এই নতুন পর্বটি আমরা পরিবার হিসেবে ঘনিষ্ঠভাবেই উপভোগ করতে চাই। এই বিশেষ সময়টি যেন ব্যক্তিগত থাকে, সেটাই আমাদের অনুরোধ।” একইসঙ্গে পাপারাৎজিদের জন্য একটি গোলাপি বাক্সে মিষ্টির প্যাকেট পাঠিয়ে নবদম্পতি তাঁদের কৃতজ্ঞতাও জানান। 
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ! SALMANIAC FOREVER ! (@asli_salmaniacs)
 
 
চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং বন্ধ রেখেছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজির গড়েছিলেন তিনি। 
২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দু'বছরের মাথায় সুখবর দিলেন জুটিতে। তবে বহুদিন থেকেই কিয়ারার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। গত বছর বড়দিনের তা আরও জোরালো হয়। আসলে বলিউডে তারকা জুটির সুখবর মানেই সাদা-কালো পলকা ডট পোশাক। অনুষ্কা শর্মা থেকে নাতাশা স্তানকোভিচ সন্তান আসার সুখবর ভাগ করে নিতে এই পোশাক বেছে নিয়েছিলেন। একই পোশাকে বড়দিনে নজর কেড়েছিলেন সিদ্ধার্থ ঘরনি কিয়ারা। বড়দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আদুরে ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিতে দেখা গিয়েছিল কিয়ারাকে। সেখানেই সাদা-কালো পলকা ডটের পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। কিয়ারার ওই পোস্টের মন্তব্যে নেটিজেনদের অনুমান ছিল, নতুন বছর শুরুর আগেই বোধহয় পরিবারে নতুন অতিথি আসার খবর এইভাবেই জানান দিয়েছিলেন তারকা জুটি।