সংবাদসংস্থা মুম্বই: জল্পনার অবসান। নতুন বছরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে আসছে খুদে সদস্য। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, "আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।"
পোস্টটি ছড়িয়ে পড়তেই তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের দু'বছরের মাথায় সুখবর দিলেন জুটিতে।
মা হওয়ার খবর দেওয়ার পর প্রথমবার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন কিয়ারা। একটি ফটো শুটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিন সাদা শার্ট ও সাদা ডেনিমে নজর কাড়লেন অভিনেত্রী। মুখের চওড়া হাসিতে যেন মাতৃত্বের জেল্লা ফেটে পড়ছে। পাপারাজ্জিরা শুভেচ্ছা জানাতেই হাসি মুখে ধন্যবাদ জানাতে দেখা যায় কিয়ারাকে। তাঁর এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
অন্যদিকে, ছড়িয়ে পড়েছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকারও। ২০১৯ সালে 'যুগ যুগ জিও' ছবির প্রচারে সন্তানধারণ প্রসঙ্গে একটি মন্তব্য করেন অভিনেত্রী। তিনি জানান, মাতৃত্বকালীন সময়ে যা খুশি তাই খেতে পারবেন বলে, মা হতে চান তিনি। এমনকী কিয়ারা এও জানান যে, তাঁর মতে একটি পরিপূর্ণ পরিবারের অর্থ বাবা-মা ও দুই সন্তান। তাই তিনিও দুই সুস্থ সন্তানের মা হতে চান। পূত্র ও কন্যা, দু'জনকেই সমান ভালবাসা দিয়ে বড় করা তাঁর স্বপ্ন।
