সংবাদ সংস্থা মুম্বই: শাহরুখ খানের বদলে রণবীর সিংহের 'ডন' চরিত্রে অভিনয়ের কথা ঘোষণা হওয়ার পর থেকে বেশ বিতর্ক তৈরি হয় নেটিজেনদের মধ্যে। অনেকেই মেনে নিতে চাননি যে শাহরুখ খান ‘ডন’ হিসেবে ফিরবেন না। একাধিক তির্যক মন্তব্যের শিকার হতে হয় রণবীর সিং-কে। ছবির মুখ্য মহিলা অভিনেত্রীর নাম। রণবীর সিংয়ের বিপরীতে এই ছবিতে দেখা যাওয়ার কথা ছিল কিয়ারা আদবানিকে। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধবেন রণবীর-কিয়ারা। তবে তার সবটাই সম্ভবত এখন অতীত। কারণ সম্প্রতি,নিজের গর্ভাবস্থার কথা ভাগ করে নিয়েছেন তিনি। চলতি বছরে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ঘরে আসছে খুদে সদস্য। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। এরপর শোনা গেল, সন্তান আসার খবর দিয়েই ফারহান আখতারের 'ডন ৩' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিয়ারা। এই মুহূর্তে মাতৃত্ব উপভোগ করতে ব্যস্ত তিনি। সেই জন্যই নাকি এই সিদ্ধান্ত। এরপরেই নেটপাড়ায় শুরু হয়েছে ফিসফাস, 'ডন ৩'তে কিয়ারার ফাঁক ভরাট করার হঁয় আসবেন কোন নায়িকা?
নেটপাড়ার নানান আলোচনার মধ্যে বারেবারে উঠে আসছে দুই নায়িকার নাম -কৃতি শ্যানন এবং শর্বরী ওয়াঘ। প্রসঙ্গত, কিয়ারার আগে 'ডন'-এর নায়িকা হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে ছিলেন এই বলি-নায়িকাই। তবে নানান কারণে শেষপর্যন্ত কৃতিকে সরিয়ে নির্বাচিত হন কিয়ারা। তবে নেটপাড়ার প্রশ্ন, একবার বাতিল হওয়ার পর কৃতি কি আর নিজে রাজি হবেন এই ছবির অংশ হতে? নাকি হওয়ার জন্য দাবি করবেন রণবীরের সমান মোটা টাকার পারিশ্রমিক? অন্য অংশের বক্তব্য, অ্যাকশনে দারুণ পটু শর্বরী। অভিনয়েও মন্দ করেন না। সবমিলিয়ে 'ডন'-এর নায়িকা হিসাবে তাঁকেও কিন্তু মন্দ মানাবে না।
'ডন ৩'-এর নায়িকা হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছিলেন, "আইকনিক 'ডন' ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত! আমরা একসঙ্গে এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ভালবাসা এবং সমর্থন চাই।"
আপাতত কোন নতুন নায়িকার সঙ্গে রণবীরের রসায়ন কতটা জমে সেই অপেক্ষায় অনুরাগীমহল।
