সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


'ডন ৩' থেকে সরলেন কিয়ারা

কিছুদিন আগেই দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন বলিউডের 'পাওয়ার কাপল' সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবানি। পরিবারে এখন খুশির মরশুম। সতীর্থ থেকে ভক্তরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মা-বাবাকে। জানা যাচ্ছে সন্তান আসার খবর দিয়েই ফারহান আখতারের 'ডন ৩' থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কিয়ারা। এই মুহূর্তে মাতৃত্ব উপভোগ করতে ব্যস্ত তিনি। সেই জন্যই নাকি এই সিদ্ধান্ত।


কার্তিক-শ্রীলীলার প্রেম-চর্চা


কার্তিক আরিয়ানের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল অভিনেত্রী শ্রীলীলাকে। শুধু তাই নয়, সকলের সঙ্গে মিলে নাচও করলেন। আর সেই বিশেষ মুহূর্ত ফোনের ক্যামেরায় বন্দি করে রাখলেন কার্তিক স্বয়ং। আর তা থেকেই যেন প্রেমের আঁচ পেতে শুরু করেছে নেটপাড়া। কার্তিক আরিয়ান এবং শ্রীলীলাকে আগামীতে রোমান্টিক ঘরানার একটি ছবিতে দেখা যাবে। ইতিমধ্যে তাঁর প্রথম ঝলকও সামনে এসেছে।


অ্যাকশনে ফিরছেন ইমরান 


ফের ভিনেশ ভাটের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইমরান হাশমি। ভরপুর অ্যাকশন ঘরানার ছবিতে নজর কাড়তে চলেছেন অভিনেতা। জানা যাচ্ছে, চলতি বছরের শেষেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি। কিন্তু এই ছবিতে ইমরানের নায়িকা কে হচ্ছেন, তা যদিও এখনও চূড়ান্ত হয়নি।