বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে এসেছে নতুন সদস্য। চলতি বছরের ১৫ জুলাই তাঁদের কন্যাসন্তানকে নিজেদের পরিবারে স্বাগত জানিয়েছেন। আর সেই সদস্যর নামও অবশেষে প্রকাশ্যে এল। শুক্রবার ইনস্টাগ্রামে নিজেদের কন্যাসন্তানের নাম ঘোষণা করলেন কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। ছোট্ট পায়ের ছবি ভাগ করে নিয়ে তাঁরা লেখেন,
“আমাদের প্রার্থনা থেকে কোলে-আমাদের ঈশ্বরের আশীর্বাদ, আমাদের রাজকন্যা, সারায়াহ মালহোত্রা।”

এই পোস্ট শেয়ার হতেই শুভেচ্ছার জোয়ার বয়ে যায়। অনুরাগী থেকে শুরু করে বলিউডের সহকর্মীরা-সকলেই ভালবাসা ও আশীর্বাদে ভরিয়ে দেন তারকা দম্পতিকে এবং তাঁদের কন্যাকে।
যদিও ‘সারায়াহ’ নামটি কীভাবে নির্বাচন করা হল, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি সিদ্ধার্থ-কিয়ারা। তবে একাধিক সূত্রের মতে, নামটির অনুপ্রেরণা এসেছে হিব্রু শব্দ ‘সারাহ’ থেকে, যার অর্থ ‘রাজকন্যা’। নামের অর্থ আর তারকা দম্পতির আবেগঘন ঘোষণার ভাষা-দুই মিলে অনুরাগীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে ছোট্ট সারায়াহ।
এর আগে ১৫ জুলাই ইনস্টাগ্রামেই কন্যাসন্তান আগমনের সুখবর দেন সিদ্ধার্থ ও কিয়ারা। তখন তাঁরা লিখেছিলেন,“আমাদের হৃদয় পূর্ণ, আমাদের দুনিয়া চিরতরে বদলে গেল। আমাদের কন্যাসন্তান হয়েছে।” সেই সঙ্গে সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের কাছে অনুরোধ জানানো হয়, যেন নবজাতকের কোনও ছবি না তোলা হয়।
পরবর্তী পোস্টে অভিনেতা-অভিনেত্রী আরও স্পষ্ট করে লেখেন, এই বিশেষ সময়টুকু তাঁরা পরিবার হিসেবে একান্তে উপভোগ করতে চান।
“ছবি নয়, শুধু আশীর্বাদ চাই। এই ব্যক্তিগত সময়টা গোপন থাকলে আমরা কৃতজ্ঞ থাকব।”
২০২৩ সালে রাজস্থানের জয়সলমীরে বিয়ে করেন সিদ্ধার্থ-কিয়ারা। তার আগেই তাঁদের জুটি বড় পর্দায় প্রশংসা কুড়িয়েছিল ২০২১ সালের যুদ্ধচিত্র ‘শেরশাহ’-এ।
কেরিয়ারের দিক থেকেও দু’জনেই ব্যস্ত। কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল ‘ওয়ার ২’-এ, হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও তাঁর আগামী প্রজেক্ট নিয়ে আগ্রহ তুঙ্গে-রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন’ রিমেকে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, সিদ্ধার্থ সম্প্রতি ‘পরম সুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন। তাঁর পরবর্তী কাজ একটি হরর ছবি, যেখানে তাঁর সঙ্গে থাকবেন তমন্না ভাটিয়া।
এরই মাঝে, আলোচনার কেন্দ্রে এখন একটাই নাম-বলিউডের নতুন রাজকন্যা, সারায়াহ মালহোত্রা।
