সংবাদসংস্থা মুম্বই: স্ত্রী শ্রীদেবী মারা যাওয়ার পর দুই মেয়ে জাহ্নবী আর খুশিকে আগলে রেখেছেন বাবা বনি কাপুর। মায়ের ভালবাসা আর বাবার স্নেহ দিয়ে শ্রীদেবীর শুন্যস্থান পূরণ করার চেষ্টা করে চলেছেন প্রযোজক। বরাবরই মুম্বই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দুই মেয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে। 

 


এদিকে, জাহ্নবী-খুশির সম্পর্কও চোখ এড়ায় না নেটিজেনদের। দুই বোনের অটুট সম্পর্ক চোখে পড়ার মতোই। মা মারা যাওয়ার পর থেকে যেন একে অপরকে আরও বেশি আগলে রেখেছেন জাহ্নবী-খুশি। মাঝেমধ্যেই দুই বোনের খুনসুটি ধরা পড়ে সমাজমাধ্যমে। 

 


এদিকে, দুই বোনই এখন অভিনয় জগতে। দিদি জাহ্নবীর সঙ্গে কি এবার রেষারেষি হবে খুশির? এই প্রশ্নের জবাবে খুশি বলেন, "আমি এইভাবে ভাবতেই চাই না। আমাদের মধ্যে কেন লড়াই থাকবে? এটা একেবারেই কাম্য নয়। ওর থেকে অনেককিছু শিখি। আমি অভিনয় জগতে নতুন, তাই আমায় সব রকমভাবে সাহায্য করে জাহ্নবী।"