সংবাদ সংস্থা মুম্বই: এবারের যুদ্ধ রক্তের নয়, যুক্তির। তলোয়ারের নয়, আইনের। আর সেই যুদ্ধের মুখ হয়ে উঠলেন অক্ষয় কুমার, ‘কেশরী চ্যাপ্টার ২’-এ এক ইতিহাস-গড়া চরিত্র সি শঙ্করন নায়ারের ভূমিকায়। সদ্য মুক্তি পেল ছবিতে অক্ষয়ের নয়া লুক। নতুন লুকে অভিনেতাকে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের—চোখে গা-ছমছমে নাট্যদৃষ্টি, মাথায় কথকলির বিশাল শিরোভূষণ, শরীর জুড়ে ঐতিহ্যের আগুন!

 

ছবিটি পোস্ট করার পরই মুহূর্তে ভাইরাল। মাথায় চন্দনের টিকা, চোখে নাট্যশৈলীর দৃষ্টি, এবং মুখে ভারতের ইতিহাস রচনার শপথ। ছবিটি পোস্ট করার পাশাপাশি অক্ষয় লিখেছেন, “সি শঙ্করন নায়ার অস্ত্র ধরেননি। তিনি আইনের সাহায্যে লড়েছেন। তাঁর আগুন ছিল আত্মায়। ১৮ এপ্রিল নিয়ে আসছি সেই বিচারকক্ষের লড়াই, যা আমাদের ইতিহাসের বইতে কখনও লেখা হয়নি।”  অর্থাৎ সহজ করে বললে বোঝায়, এই গল্প শুধুই স্বাধীনতার লড়াই নয়—এ গল্প এক আদালতের, যে আদালতের কথা নেই কোনো পাঠ্যবইয়ে।এবং এই পোস্টের সঙ্গে সঙ্গে যে ‘কেশরী চ্যাপ্টার ২’-এর যুদ্ধঘণ্টার দামামা-ও দ্রুত লয়ে বাড়িয়ে দিলেন ‘খিলাড়ি’ তা বলাই বাহুল্য।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Akshay Kumar (@akshaykumar)