সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


'বিগ বস' ছাড়ছেন কাশিশ?


দর্শকের কাছে বিনোদনের অন্যতম শো হয়ে উঠেছে 'বিগ বস'। 'বিগ বস ১৮'-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমন খান। এই সিজনেও প্রতিযোগীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমানে দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে কাশিশ কাপুর। সম্প্রতি, তিনি ওই শোয়ে বলেন যে, "দু'কোটি টাকা দিলে এখনই বিগ বস ছেড়ে বেরিয়ে যেতে পারি। এতে আমার কিছুই যায় আসে না।" তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শোরগোল নেটপাড়ায়। 


খাবার টেবিলে কী নিয়ে কথা বলেন অর্জুন?


বলি অভিনেতা অর্জুন কাপুর সম্প্রতি, 'সিংহম এগেইন' ছবিতে নজর কেড়েছেন দর্শকের। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি পরিবারের সঙ্গে খাওয়ার সময় কী আলোচনা হয়, সেই বিষয়ে মুখ খুলেছেন। অর্জুনের কথায়, "আমাদের পরিবারে সবাই ছবির জগতের সঙ্গে যুক্ত থাকলেও খাবার টেবিলে ছবি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা করি না। তখন মাটন কেমন খেতে হয়েছে, কোন ডালে তরকা বেশি হয়েছে। অর্থাৎ টেবিলে রাখা খাবার নিয়েই আলোচনা চলে আমাদের।" 


ফোন বিক্রি করে কী করেছিলেন বিক্রান্ত?

সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বিক্রান্ত ম্যাসি তাঁর বন্ধুদের সঙ্গে গোয়া ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি বলেন, "আমরা তখন সবে উপার্জন শুরু করেছি। ৫০০০ টাকা নিয়ে গোয়া গিয়েছিলাম। ভেবেছিলাম যা খরচ হবে সবাই ভাগ করে নেব। কিন্তু বেড়ানোর শেষ দিনে এসে দেখলাম হোটেলের ভাড়া দেওয়ার মতো টাকাও নেই হাতে। আমার ফোন বিক্রি করে সেই ভাড়া মিটিয়ে মুম্বই ফিরি।"