সংবাদসংস্থা মুম্বই: অনুরাগ বসুর পরিচালনায় 'আশিকি ৩' ছবিতে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনা ছড়িয়েছে নতুন জুটিকে নিয়ে।
এই ছবিতে শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধতে গিয়ে নাকি বাস্তবেও নায়িকার প্রেমে পড়েছেন কার্তিক। বলিউডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। যদিও এই মুহূর্তে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কার্তিক-শ্রীলীলা। কিন্তু বিয়ের আগেই নিজের মেয়েকে ঘরে আনলেন শ্রীলীলা।
সমাজমাধ্যমে মেয়ের সঙ্গে আদুরে ছবিও ভাগ করেছেন অভিনেত্রী। আসলে ওই শিশুটিকে দত্তক নিয়েছেন শ্রীলীলা। এর আগেও দুই সন্তানকে দত্তক নেন তিনি। ২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই মুখোমুখি হন তাঁর দুই সন্তান গুরু ও শোভিতার। পরে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তাঁর। মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাঁকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে। এখন এই শিশুটিকেও নাকি দত্তক নিয়েছেন অভিনেত্রী। মাত্র ২৩ বছর বয়সেই এখন তিনি সন্তানের মা শ্রীলীলা।
