সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
সঞ্জয়ের শেষকৃত্যে করিশ্মা
সঞ্জয় কাপুরের মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই অন্তরালে প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর।অবশেষে দেখা মিলল অভিনেত্রীর। বৃহস্পতিবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে। মুখে রূপটানের লেশমাত্র নেই, পরনে সাদা সালোয়ার-কামিজ। গাড়ি থেকে নেমেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের ভিতর ঢুকে যান তিনি। সঙ্গে দেখা যায় দুই ছেলেমেয়ে সামাইরা ও কিয়ানকে। দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। সঞ্জয়ের শেষকৃত্য ১৯ জুন বিকেল ৫টায় সেখানেই সম্পন্ন হবে। তারপর ২২ জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলের দরবার হবে স্মরণসভা।
জুটিতে সলমন-চিত্রাঙ্গদা
২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চীন সংঘর্ষে শহীদ কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনকাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন সলমন খান।অপূর্ব লাখিয়ার পরিচালনায় এই ছবির হাত ধরেই নাকি এই প্রথম জুটি বাঁধতে চলেছেন 'ভাইজান' ও চিত্রাঙ্গদা সিং। জানা যাচ্ছে, জুলাই মাস থেকেই শুরু হবে ছবির শুটিং।
অগ্নি সংযোগ হর্ষবর্ধনের শুটিং ফ্লোরে!
অভিনেতা হর্ষবর্ধন রানে এই মুহূর্তে সোনম বাজওয়ার 'এক দিওয়ানে কী দিওয়ানিয়াত' ছবির শুটিং করছেন। সেই ছবির শুটিং-এ আগুন লেগে, ভয়াবহ বিপদের মুখোমুখি হর্ষবর্ধন। তবে কোনও ক্ষতি হয়নি অভিনেতার। সমাজমাধ্যমে এই ঘটনার অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, একটানা পাঁচ দিন শুটিং চলছিল বলে ফ্লোরে একটা ছোট সেলিব্রেশন করা হয়। কিন্তু হিলিয়াম গ্যাস ভরা বেলুন ও ফায়ার ক্র্যাকেল একসঙ্গে ফেটে আগুন ধরে যায়। ঘটনায় যদিও কারওর কোনও ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন হর্ষবর্ধন।
