সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় শতাব্দী পেরোনো কাপুর পরিবার শুধু অভিনয়ে নয়, বলিউডের গ্ল্যামার, ইতিহাস আর রূপকথার অংশ। আজকের দিনে করিনা কাপুর খান (৪৪), রণবীর কাপুর (৪২) আর তাঁর স্ত্রী আলিয়া ভাট কাপুর (৩২)—এই তিন মুখ কাপুরদের আধুনিক প্রজন্মের মুখপাত্র। তবে ‘চিরাগ-ই-কাপুর’ তকমা বরাবরই রণবীরকেই দেওয়া হয়েছে। কিন্তু সদ্য এক সাক্ষাৎকারে করিনা যা বললেন, তাতে ঘুরে গেল চিত্রটাই!

 

 

এক সাক্ষাৎকারে করিনা সাফ বললেন, “আমি আর করিশ্মা-ই আমাদের কাপুর পরিবারের উত্তরাধিকার বহন করেছি। রণবীর আসার আগেই আমাদের পথচলা শুরু। মা তো আমাদের বিষয়ে বলেন, ‘ওরা শুধু বাঘিনী নয়, ওরা বাঘ! কারণ ওরাই কাপুরদের নাম বাঁচিয়ে রেখেছে।’ এই বক্তব্যে তোলপাড় নেটদুনিয়া। বিশেষ করে করিশ্মা কাপুরকে নিয়ে এক অন্য আলোচনার ঢেউ উঠেছে। এক নেটিজেন লেখেন, “করিশ্মা হেঁটেছিলেন, যাতে করিনা আর রণবীর দৌড়োতে পারে।” অন্যজনের মন্তব্য, “করিশ্মা দৌড়েছেন বলেই ওরা হামাগুড়ি দিতে পেরেছে!” অনেকে মনে করিয়ে দেন, “আমাদের ছোটবেলায় করিনাকে সবাই চিনত ‘করিশ্মার বোন’ হিসেবে। সেই করিশ্মাই লড়াই করে পথ করে দিয়েছিলেন বোন আর ভাইয়ের জন্য।” এক অনুরাগী লেখেন, “রণবীর প্রতিভাবান ঠিকই, কিন্তু ওর জন্য গোটা ইন্ডাস্ট্রিই অপেক্ষায় ছিল। করিশ্মাকে কিন্তু সেটা ছিনিয়ে নিতে হয়েছে।”

 

উল্লেখ্য, ২৫ বছর পূর্ণ করলেন করিনা কাপুর খান, আর রণবীরের কেরিয়ারের ১৮ বছর। কিন্তু ৩৪ বছর আগে যখন করিশ্মা কাপুর বড়পর্দায় এলেন, তখন কাপুর পরিবারে কোনও নারী মুখ ছিল না সিনে দুনিয়ায়। পুরুষ-কেন্দ্রিক ঐতিহ্য ভেঙে করিশ্মা কাপুর-ই ছিলেন প্রথম ‘লেডি কাপুর’। তাই করিনার বক্তব্যে একরকম সম্মতি দিচ্ছেন অনেকেই—রণবীর কাপুর যতই ‘চিরাগ’ হন, কাপুরদের আসল আগুনটা জ্বালিয়েছেন করিশ্মা ও করিনা-ই।

 

এই মূহূর্তে করিনার বলিউড সফরের ২৫ বছর পূর্ণ হয়েছে। রণবীর পা রেখেছেন ১৮ বছর আগে, কিন্তু সেই পথ আগেই প্রস্তুত করেছিলেন তাঁর দিদি—কে কে অর্থাৎ করিশ্মা কাপুর। একের পর এক ব্লকবাস্টার ছবি, হিট গানের ধারা আর মেটাফোরিক্যাল ‘রাজকুমারী’ ইমেজ—তাঁকেই তো বলিউডের প্রথম ফ্যাশন আইকন গ্ল্যাম ডিভা বলা হয়। সুতরাং করিনার মন্তব্য যে নিছক আত্মপ্রচার নয়, বরং একটি গভীর সত্যের ইঙ্গিত—তা অনেক ছবি-অনুরাগীই মেনে নিচ্ছেন। রণবীর যদিও অভিনয়ে নিঃসন্দেহে দক্ষ, কিন্তু তাঁর জন্য যে মাটি আগেই উর্বর করে গিয়েছিলেন দুই কাপুর-কন্যা তা অস্বীকার করার আর উপায় নেই।