বলিউডে তাঁদের বন্ধুত্ব প্রায় প্রবাদে পরিণত হয়েছে— করণ জোহর এবং শাহরুখ খান। একে অপরের জীবনের অংশ বহু বছর ধরেই। শাহরুখকে নিজের ভাই, পরামর্শদাতা আর পরিবারের সদস্য বলেই মানেন করণ। এমনকী, সম্প্রতি তিনি অভিনয়ও করেছেন শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ 'ব্যা*ডস অফ বলিউড'-এ। সেই সময়ই করণ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন— “আরিয়ান আমার প্রথম সন্তানসম।”

 

তবে এবার করণ জোহর খুলে বললেন শাহরুখ ও আরিয়ানের এক অদ্ভুত মিলের কথা। এক সাক্ষাৎকারে যখন করণকে জিজ্ঞেস করা হয়, শাহরুখ ও আরিয়ানের মধ্যে এক মিল আর এক অমিল কী, তখন করণের উত্তর ছিল একেবারে স্পষ্ট— “ শাহরুখ-আরিয়ান দু’জনেই পাগলের মতো প্যাশনেট! ছবির প্রতিটা শট, প্রতিটা দৃশ্যে ওদের দু’জনের কাছেই নিখুঁত হওয়া চাই। আরিয়ান যদি মনে করে কিছু ঠিক হচ্ছে না, ও পুরো পাগল হয়ে যায়!”

 

 

তবে এখানেই শেষ নয়। করণ আরও জানান, “শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক শুধুই বন্ধুত্ব নয়— ও আমার ভাই, মেন্টর, ফ্যামিলি। এত বছরেও ও কখনও টাকার কথা বলেনি। আমি শুধু বলতাম— ‘ভাই, এই সিনেমাটা করছি, এই তারিখে শুট।’ আর ও বলত, ‘কাগজপত্র পাঠিয়ে দে, সই করে দেব।’ শাহরুখই একমাত্র যিনি কখনও চিত্রনাট্য না শুনেই আমার ছবিতে সই করেছেন।”

 

শাহরুখ-করনের সম্পর্কের শুরু বহু বছর আগেই। আদিত্য চোপড়ার 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (১৯৯৫)-এ সহকারী পরিচালক ছিলেন করণ। এরপর ১৯৯৮ সালে নিজের প্রথম পরিচালনা 'কুছ কুছ হোতা হ্যায়' দিয়ে বলিউডে ইতিহাস গড়েন তিনি— যেখানে শাহরুখ, কাজল ও রানি মুখোপাধ্যায় ছিলেন মুখ্যভূমিকায়। তারপর 'কভি খুশি কভি গম', 'মাই নেম ইজ খান', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'— একের পর এক হিট ছবি তাঁদের জুটি উপহার দিয়েছে বলিউডকে।

 

এবার নতুন প্রজন্মে সেই বন্ধুত্বের ধারা যেন বহন করছে শাহরুখের ছেলে আরিয়ান। করণকে অভিনয় করিয়ে নিজের প্রথম ওয়েব সিরিজ 'ব্যা*ডস অফ বলিউড'-এ তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সিরিজে ছিলেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, মনোজ পাহওয়া, অন্যা সিং ও মোনা সিং। মুক্তির পর থেকেই নেটফ্লিক্সে ঝড় তুলেছে সিরিজটি— সমালোচক থেকে দর্শক, সবাই একবাক্যে প্রশংসা করছেন শাহরুখপুত্রের ডেবিউ প্রজেক্টের।