প্রায় পঁচিশ বছর কেটে গেছে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির মুক্তির পর। এখনও ছবিটা বলিউডের রোমান্টিক সংস্কৃতির মাইলস্টোন। এবার সেই দর্শকপ্রিয় ছবির রিমেক হলে, রাহুল-অঞ্জলি-টিনার ভূমিকায় কাদের নিতে চাইবেন করণ জোহর? সেই জবাব দিয়েছেন করণ খোদ। তবে অবাক করা ব্যাপার, তাঁর সেই তালিকায় নেই রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন অথবা কিয়ারা আদবানি!

 

সম্প্রতি এক আড্ডায় করণ জানান, আজকের দিনে তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রিমেকে বানালে, তিনি ‘অঞ্জলি’র চরিত্রে নেবেন আলিয়া ভাটকে, ‘রাহুল’ হিসেবে রণবীর সিংকে, আর ‘টিনা’র জায়গায় রাখবেন অনন্যা পাণ্ডেকে। হাসতে হাসতেই আরও যোগ করেন, টিনার চরিত্রে জাহ্নবী কাপুর বা সারা আলি খানও দারুণ মানিয়ে যাবেন, জাহ্নবী-অনন্যাকে “নেপো কিড” বলে খুনসুটি করতেও ভোলেননি তিনি!

 

নেপোটিজম অর্থাৎ স্বজনপোষণ নিয়ে প্রশ্ন উঠতেই করণ জানিয়েছেন, “হ্যাঁ, আমি জানি এরা সবাই নেপো বেবি। আমি ছোটবেলা থেকে ওদের বড় হতে দেখেছি। কিন্তু কোনও অভিনেতার মা-বাবা আমাকে ফোন করে বলেননি, ওকে কাজ দিন। বরং আমি-ই ফোন করি।” করণ আরও জানান, এমনও হয়েছে, তাঁর দেওয়া ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন কেউ কেউ!

 

আড্ডার ফাঁকে করণ ফিরলেন পুরোনো দিনে। মনে করালেন ধর্মা প্রোডাকশনসের পথচলা। যশ জোহরের সময়কার ‘দোস্তানা’ (১৯৮০) থেকে শুরু করে ‘দুনিয়া’ ও ‘অগ্নিপথ’-এর মতো কঠিন দিন, তারপর ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির পরের সোনালি অধ্যায়। শাহরুখ খান-কাজল-রানি মুখোপাধ্যায়ের সেই হিট সিনেমাই ধর্মা প্রোডাকশনসকে বলিউডের অন্যতম শীর্ষ সংস্থা বানায়, যার বর্তমান মূল্য প্রায় ২,০০০ কোটি টাকা!

 

যদিও করণ এখনও পূর্ণদৈর্ঘ্য ছবিতে নতুন প্রজন্মের তারকাদের নিয়ে কাজ করেননি, তবে অনন্যা, জাহ্নবী ও সারা সম্প্রতি তাঁর ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’-এর ‘হার্ট থ্রোব’ গানে ছোট্ট ঝলক দিয়েছিলেন যেন আধুনিক যুগের এক মিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’!


ধর্মা প্রোডাকশনসের ব্যানারে করণ এবার তৈরি করছেন একাধিক ঘরানার ছবি। এর মধ্যে অন্যতম ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’— কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত এক রোমান্টিক ড্রামা, ২০২৬ সালের গোড়ার দিকে মুক্তি পাবে। পাশাপাশি তিনি প্রযোজনা করছেন হাই-কনসেপ্ট ফ্যান্টাসি-কমেডি ‘নাগজিলা’, যেখানে প্রধান চরিত্রে কার্তিক। এই ছবির মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৬ সালের আগস্ট।

 

চিরচেনা করণ জোহরের রোমান্সের জাদু এবার কি নতুন প্রজন্মেও ছোঁবে? একটাই কথা বলা যায়, যদি এই কাস্টে তৈরি হয় ‘কুছ কুছ হোতা হ্যায় ২.০’, তাহলে সিনেমা হলে কিন্তু নতুন রাহুল-অঞ্জলি-টিনার “প্যায়ার দোস্তি হ্যায়!” দেখা ও শোনার জন্য দর্শক যাবে।