কফি কাউচের ওপারে বসে তারকাদের ব্যক্তিগত জীবনের গোপন খবর জানতে অভ্যস্ত করণ জোহর। এবার নিজেই বসলেন অতিথির আসনে। সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার নতুন চ্যাট শো 'টু মাচ'-এর একটি পর্বে অংশ নেন পরিচালক-প্রযোজক করণ। যেখানে তাঁর সঙ্গী ছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। আর এই অনুষ্ঠানেই 'ট্রুথ অর লাই' খেলার সময় করণ এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসেন, যা নিমেষেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

শো-এর একটি অংশে জাহ্নবী কাপুর করণকে চ্যালেঞ্জ জানান যে তিনি যেন নিজের সম্পর্কে একটি বিতর্কিত সত্য এবং একটি মনগড়া মিথ্যা প্রকাশ করেন যা বাকিদের অনুমান করতে হবে। স্বভাবসুলভ ভঙ্গিতে এই চ্যালেঞ্জ গ্রহণ করে করণ জোহর একটি মন্তব্য করেন, যা শুনেই কার্যত স্তব্ধ হয়ে যান শ্রীদেবী কন্যা।

আরও পড়ুনঃ ‘মুন্নাভাই ৩’-এ সিলমোহর! রাজকুমার হিরানির পরিচালনায় কবে আসছে এই ছবি? বিরাট ঘোষণা ‘সার্কিট’-এর

করণ হাসতে হাসতে বলেন, "আমি ২৬ বছর বয়সে আমার ভার্জিনিট হারিয়েছিলাম, এবং আমি তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত ছিলাম।" করণের এই দু'টি মন্তব্যের পরই গোটা সেটে সকলেই স্তম্ভিত হয়ে যায়। জাহ্নবী নিজেও হতবাক হয়ে গেলেও কাজল ও টুইঙ্কল খান্না অবশ্য হাসি চেপে রাখতে পারেননি। পরিস্থিতি হালকা করতে করণ দ্রুতই আসল সত্যিটা ব্যাখ্যা করেন।

২৬ বছর বয়সে কৌমার্য হারানোর প্রসঙ্গে করণ স্পষ্ট করেন, "হ্যাঁ, সেই পার্টিতে আমি দেরিতে কিন্তু পরের অংশটি অর্থাৎ তোমার পরিবারের সদস্যের সঙ্গে ঘনিষ্ঠতা, সেটি সম্পূর্ণ মিথ্যা।" এরপর খানিকটা মজা করে প্রযোজন আরও যোগ করেন, "যদিও এই চিন্তাটা আমার মনে দু'একবার এসেছিল।"অর্থাৎ, করণ জোহরের এই স্বীকারোক্তি থেকে স্পষ্ট যে তাঁর ২৬ বছর বয়সে কৌমার্য হারানোর বিষয়টি সত্যি ছিল। তবে জাহ্নবী কাপুরের পরিবারের কোনও সদস্যের সঙ্গে তাঁর অন্তরঙ্গ হওয়ার কথাটি তিনি শুধুমাত্র কৌতুক ও মজার ছলে বলেছিলেন। 

দীর্ঘদিন ধরে 'কফি উইথ করণ'-এর মাধ্যমে অন্য তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করে এসেছেন করণ জোহর। এবার নিজের জীবনের গোপন দিকটি মজার ছলে প্রকাশ করলেন পরিচালক। এই পর্বেই করণ জোহর তাঁর জীবনের এক বড় 'হৃদয়ভাঙার' অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। তিনি জানান, সেই গভীর কষ্টই কীভাবে তাঁর ব্লকবাস্টার ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'-এর একটি আবেগপূর্ণ সংলাপের অনুপ্রেরণা জুগিয়েছিল। এই পর্বটি নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।  

প্রসঙ্গত, করণ জোহর সবসময়ই তাঁর অকপট স্বভাবের জন্য পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে তিনি নিজের যৌনতা, জীবনযাপন ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। আর এবার তাঁর 'লেট ভার্জিনিটি' হারানোর কথা স্বীকার করে ফের উঠে এলেন বিনোদন দুনিয়ার শিরোনামে।