কানাডায় কপিল শর্মার ক্যাফেতে এক মাসেরও কম সময় দু’বার হামলা। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সেখানে ২৫ রাউন্ড গুলি চলে। কোনও প্রাণহানি হয়নি বলেই জানা গিয়েছে। তবে পরপর হামলায় ভারতের অন্যতম কৌতুকলিল্পীর আতঙ্ক আরও বেড়ে গেল।
অভিযোগ অনুযায়ী, এবার হামলা চালিয়েছে লরেন্স বিষ্ণোইয়ের দলের লোকজন। কপিল তাঁর শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা সলমন খানকে আমন্ত্রণ জানান। সেই কারণেই নাকি লরেন্সের দলের রোষদৃষ্টিতে পড়েন তিনি। সম্প্রতি একটি অডিও রেকর্ডিংয়ে এই হামলা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।
সেটিতে যে ব্যক্তির গলা শোনা গিয়েছে, সে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে দাবি। জানানো হয়, কপিল শর্মার ক্যাফেতে দু’বার গুলি চালানো হয়েছে কারণ তিনি নেটফ্লিক্সের একটি শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সলমনকে ডেকেছিলেন। বলিউড অভিনেতা 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর তৃতীয় সিজনের প্রথম পর্বে উপস্থিত ছিলেন, যা শুরু হয়েছিল ২১ জুন।
সলমন-ঘনিষ্ঠদের সতর্ক করে হ্যারি। তার কথায়, "কেউ যদি সলমনের সঙ্গে কাজ করে, সে ছোট অভিনেতা হোক বা পরিচালক, আমরা কাউকেই রেহাই দেব না। আমরা তাদের হত্যা করব। তাদের হত্যা করার জন্য আমরা যে কোনও সীমা অতিক্রম করতে পারি।“
পাঞ্জাব পুলিশ এবং এনআইএ-র ওয়ান্টেড বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গোল্ডি ঢিল্লোঁ সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে, বর্তমানে সে জার্মানিতে। পাঞ্জাবে তার বিরুদ্ধে তোলাবাজি এবং খুনের একাধিক মামলা রয়েছে।
বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের শত্রুতা নতুন নয়। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল অভিনেতার। সেই সময় থেকে বিষ্ণোই গ্যাংয়ের ক্ষোভের মুখে তিনি। লাগাতার প্রাণনাশের হুমিকও পান। গত কয়েক বছর তা আরও বেড়ে যায়। এমনকি সলমনের বাড়িতেও গুলি চলে। তারপর থেকে অভিনেতার নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়।
সম্প্রতি কপিল কানাডার এক শহরে ক্যাফে তৈরি করেন। তাঁর স্ত্রী গিনি চাতরাথও এই ক্যাফের সঙ্গে যুক্ত। নাম 'ক্যাপস ক্যাফে'। এই খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন কপিল এবং গিনি। খুশির ঢেউ উঠেছিল তাঁদের অনুরাগী মহলে। মাস খানেক আগে কয়েকজন হামলাকারী ক্যাফের সামনে এসে পরপর গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশে খবর দেন। সে বার অভিযোগের তির ছিল খলিস্তানি জঙ্গি সংগঠনের দিকে। কানাডিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশ জানায়, মোট ছ’রাউন্ড গুলি চালানো হয়েছে।
সলমনের সঙ্গে কপিলের সখ্য দীর্ঘদিনের। কৌতুকশিল্পীর শোয়ের প্রায় সব সিজনেই দেখা গিয়েছে অভিনেতাকে। কিন্ত এই বন্ধুত্বের কারণেই প্রাণসংশয় কপিলের। অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।
