সংবাদ সংস্থা মুম্বই: চির ঘুমের দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লি এইমসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার তাঁর মরদেহ মতিলাল নেহরু মার্গের বাসভবনে রাখা ছিল। শনিবার রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে মনমোহনের। গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জানালেন কপিল শর্মা, দিলজিৎ দোসাঞ্জ, কমল হাসন, মাধুরী দীক্ষিতের মতো একাধিক জনপ্রিয় তারকারা। 

 

কপিল শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন - “দেশ আজ তাঁর অন্তিম সেরা রাজনীতিককে হারাল। ড. মনমোহন সিং ছিলেন ভারতীয় অর্থনৈতিক সংস্কারের অন্যতম পুরোধা।... শান্তিতে বিশ্রাম নিন ড. সিং। আপনার অবদান মনে রাখবেন সকলে।” পাশাপাশি মনমোহনের সঙ্গে সাক্ষাৎকারের একটি ছবিও পোস্ট করেছেন এই কৌতুকাভিনেতা। 


কমল হাসান এক্স হ্যান্ডেলে লিখেছেন – “...অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী-দুই আসনে যেভাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন তাতে দেশের উন্নতিসাধন হয়েছিল। দেশকে নতুন করে গড়েছিলেন।  দেশের ইতিহাসে তাঁর অবদান লেখা থাকবে। ”


ইনস্টাগ্রাম স্টোরিতে মাধুরী লিখেছেন –“...দৃঢ় সংকল্প থাকলে  যে পর্বতও টলানো যায়, তা প্রমাণ করেছিলেন ড. মনমোহন সিং।” তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামের স্টোরিতে প্রয়াত এই প্রধানমন্ত্রীর ছবি দিয়ে অল্প কথায় দিলজিৎ লিখেছেন “ওহ ওয়াহে গুরু”।